![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Swami Vivekananda Birthday: ১৪ জানুয়ারি বেলুড় মঠে পালিত হবে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব
Belur Math: গোটা উৎসব অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হবে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।
![Swami Vivekananda Birthday: ১৪ জানুয়ারি বেলুড় মঠে পালিত হবে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব 161st birthday of Swami Vivekananda will be celebrated at Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math on Saturday, 14 January Swami Vivekananda Birthday: ১৪ জানুয়ারি বেলুড় মঠে পালিত হবে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/09/f3348dfe3a6bcbbb7912fb19e1d799a91673283143943385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিন পালন হতে চলেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আগামী ১৪ জানুয়ারি বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালিত হবে। স্বামীজির জন্মোৎসব নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই তুমুল উৎসাহ থাকে। প্রতিবছরই এই দিনে ভক্তদের ঢল নামে বেলুড় মঠে।
লাইভ স্ট্রিমিং:
- গোটা উৎসব অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হবে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।
- ভোর ৪টা ৪৫ মিনিটে স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হবে।
- সকাল ৭টায় বিশেষ পুজোর আয়োজন করা হবে।
- দুপুর ১২টায় হোম হবে।
স্বামীজির ঘরে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন হবে। খেয়াল গাইবেন শ্রী হরিদাস রায়। ধ্রুপদ পরিবেশন করবেন শ্রী সুপ্রিয় মৈত্র। সভামণ্ডপে বিবেকানন্দ গীতি পরিবেশন করা হবে সকাল ৮টা থেকে। সভামণ্ডপে সকাল ১০টা নাগাদ ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রী কৌশিক ভট্টাচার্য। উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন ড. দত্তাত্রেয় ভেলাঙ্কার। সরোদবাদন অনুষ্ঠান রয়েছে শ্রী অর্ণব ভট্টাচার্যর। অনুষ্ঠিত হবে ধর্মসভাও। বিষয়, স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। ওই অনুষ্ঠানে বক্ত হিসেবে থাকবেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ এবং স্বামী আত্মপ্রিয়ানন্দ।
রয়েছে প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও ভজনের অনুষ্ঠানও।
স্বামীজির বাণী:
- কিছু প্রার্থনা করো না বা এড়িয়ে যেও না। যা এসেছে তাকেই গ্রহণ কর।
- কারও নিন্দা কোরো না। যদি কাউকে সাহায্য করার ক্ষমতা থাকে, তবে কর। যদি না পার, হাতজোড় কর, আশীর্বাদ কর, সকলকে নিজেদের পথ খুঁজে নিতে দাও।
- পাল্টা কখনও কিছু চেও না। তোমার যা আছে দাও। তা তোমার কাছে ফিরে আসবে কিন্তু এখনই তার কথা ভেব না।
- যে আগুন আমাদের উষ্ণতা দেয়, তাই আমাদের গ্রাস করে। এটা আগুনের দোষ নয়।
- তোমাকে অন্তঃস্থল থেকে বড় হতে হবে। কেউ কিছু শেখাতে পারে না, কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। নিজের আত্মার থেকে বড় আর শিক্ষক নেই।
- আত্মার পক্ষে কোনও কিছু অসম্ভব নয়। পৃথিবীতে পাপ বলে যদি কিছু থাকে, তবে আসল পাপ হল দুর্বলতা, নিজেকে বা অন্যকে দুর্বল ভাবা।
আরও পড়ুন: লাইনে ফাটল, লাল সোয়েটার উড়িয়ে ট্রেন থামালেন যুবকরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)