South Dinajpur: পার্কিংয়ে দাঁড়ানো ২ আইসিইউ অ্যাম্বুল্যান্স ভেঙে ১২ লক্ষ টাকার সরঞ্জাম চুরি, হইচই বালুরঘাট হাসপাতালে
Ambulances Ransacked: আইসিইউ অ্যাম্বুলেন্স ভেঙে ভিতরে থাকা বহুমূল্য সরঞ্জাম চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট হাসপাতালে। হাসপাতাল চত্বরের পার্কিংয়েই দাঁড়িয়ে ছিল অ্যাম্বুল্যান্সদুটি
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: আইসিইউ (ICU ambulance) অ্যাম্বুলেন্স ভেঙে (ransack) ভিতরে থাকা বহুমূল্য সরঞ্জাম চুরির (theft) ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে (balurghat)। ঘটনাটি ঘটেছে বালুরঘাট হাসপাতালে (hospital)। হাসপাতাল চত্বরের পার্কিংয়েই দাঁড়িয়ে ছিল অ্যাম্বুল্যান্সদুটি। আনুমানিক ১০-১২ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
কী ঘটেছিল?
সূত্রের খবর, হাসপাতাল চত্বরের পার্কিংয়ের নজরদারিতে কেউ ছিলেন না। তারই সুযোগে কেউ বা কারা আইসিইউ অ্যাম্বুলেন্সের গাড়ির জানলা ইট দিয়ে ভেঙে ফেলে। তার পর অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা ১০-১২ লক্ষ টাকার মূল্যের মেশিনপত্র চুরি করে নিয়ে পালায়। ঘটনাটি সকালে জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বালুরঘাটে মাত্র দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে। সেই আইসিইউ অ্যাম্বুলেন্স দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যায় পড়বে বালুরঘাটের সাধারণ রোগীরা। পুলিশের কাছে বিষয়টি নিয়ে এর মধ্যেই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু যে বা যারা এমন কাণ্ড ঘটাল, তারা আদৌ কি ধরা পড়বে? সেটাই দেখার। প্রসঙ্গত, এর আগেও হাসপাতাল চত্বর থেকে নানা সরঞ্জাম চুরির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে রাজ্যে। পরিস্থিতির চাপে নড়েচড়ে বসতে হয়েছে স্বাস্থ্য়ভবনকেও।
চুরি আগেও...
গত বছর জুলাই মাসে অক্সিজেন প্ল্যান্ট তৈরির আগেই পুরুলিয়ায় কোভিড হাসপাতাল থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ ওঠে। পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে তৈরি হচ্ছিল ওই প্ল্যান্ট। কাজ প্রায় শেষের মুখে ছিল। অভিযোগ, এর মধ্যে বৃহস্পতিবার হাসপাতাল থেকে চুরি হয় প্ল্যান্ট তৈরির সামগ্রী। এনিয়ে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে হাসপাতাল চত্বর থেকে চুরি হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন সঙ্কট কী ভাবে ভুগিয়েছিল, তা মাথায় রেখেই অক্সিজেন প্ল্য়ান্ট তৈরির উদ্যোগ নিয়েছিল একাধিক রাজ্য। উদ্যোগে সামিল হয় পশ্চিমবঙ্গ। অক্সিজেনের সঙ্কট মেটাতে রাজ্যের শতাধিক সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছিল রাজ্য সরকার। তার মধ্যেই ঘটে এই বিপত্তি। আবার চলতি বছরের এপ্রিলে কলকাতা মেডিক্যাল কলেজে ইঞ্জেকশন চুরির অভিযোগ ওঠে। টসিলিজুমাব-কাণ্ডের পর ফের দামী ইঞ্জেকশন চুরির অভিযোগে তোলপাড় শুরু হয়ে যায়। বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
এবার অ্য়াম্বুল্যান্স ভেঙে চুরির ঘটনা বালুরঘাট হাসপাতালে।
আরও পড়ুন:দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে, হিরণকে জবাব