Murshidabad: ডোমকলে নদীর ধার থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করল পুলিশ
Murshidabad News: বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদীর ধারে বোমা মিলল। শনিবার সকালে বোমাগুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যে ফের বোমা উদ্ধার (Bomb Recovery)। এবার ২২ খানা বোমা উদ্ধার হল ডোমকলে (Domkol)। শনিবার সকালে বোমা উদ্ধার করে স্থানীয় পুলিশ (Police)।
মুর্শিদাবাদে বোমা উদ্ধার
আবারও বোমা উদ্ধার হল ডোমকলে। এবার ২২টি সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল থেকে। সেখানে বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদীর ধারে বোমা মিলল। শনিবার সকালে বোমাগুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।
উল্লেখ্য গত ৩০ জুন ডোমকলের বাবলাবোনা মাঠপাড়া এলাকায় সালিশি সভায় গুলি চলে। তাতে মৃত্যু হয় মেহেদিপাড়ার আফজাল হোসেন নামে এক ব্যাক্তির। এই ঘটনার পরে ওই এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়াও এলাকায় চলে পুলিশি টহল। তারপরেই শনিবার সকালে বাবলাবোনা এলাকার মাঠের দিকে শিয়ালমারী নদীর ধার থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। এরপর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডে।
অন্যত্র বোমা উদ্ধার
অন্যদিকে জগদ্দলেও ফের বোমা উদ্ধার হয়েছে। খুনে অভিযুক্ত দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালায় পুলিশ। জগদ্দলের একাধিক জায়াগা থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে উপস্থিত হয় বম্ব স্কোয়াড।
অন্যদিকে সপ্তাহের শুরুর দিকেই সাতসকালে বোমা উদ্ধার হয়, তাও আবার প্রাইমারি স্কুলের (Primary School) পিছনের খেত থেকে। চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) দেগঙ্গায়। সপ্তাহের প্রথম দিন বোমা (Bomb) উদ্ধার ঘিরে সরগরম দেগঙ্গার (Deganga) চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকা। ওই পঞ্চায়েতের নিকেরআটি এলাকায় সকালবেলা স্থানীয় একটি প্রাথমিক স্কুলের পিছনের খেত থেকে বোমার খোঁজ মেলে।