Newtown News: যাত্রী তোলাকে কেন্দ্র করে মারামারি অটো চালকদের, চাঞ্চল্য নিউটাউনে
Fighting Between Auto Driver: যাত্রী তোলাকে কেন্দ্র করে মারামারির জেরে জখম হলেন তিনজন অটো চালক। ঘটনাটি ঘটেছে নিউটাউনে।
রঞ্জিত সাউ, কলকাতা: নিউটাউনে (Newtown) অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো চালকদের মধ্যে ব্যাপক ঝামেলা হল শুক্রবার। হাতাহাতি থেকে গণ্ডগোল ব্যাপক আকার নেয়। এই ঘটনায় জখম হন তিনজন অটো চালক। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে নিউটাউন বিশ্ব বাংলা গেটের অটো স্ট্যান্ডে অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র অটো চালকদের মধ্যে তুমুল ঝামেলা হয়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অটো চালকরা। এই ঘটনায় তিনজন অটো চালক আহত হন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ,নিউটাউনের বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক রুট রয়েছে। কিন্তু বিশ্ব বাংলা গেট থেকে অটোচালকরা যাত্রী নিয়ে চিনার পার্ক গেলে ওখান থেকে যাত্রী তুলতে দেন না চিনার পার্ক অটো স্ট্যান্ডের চালকরা। সেই কারণে বিশ্ব বাংলা গেট অটো স্ট্যান্ডে চিনার পার্ক থেকে অটো চালক আসলে তাঁকেও যাত্রী তুলতে বাধা দেওয়া হয়। শুক্রবার এই বিষয়কে কেন্দ্র করে অটো চালকদের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি লেগে যায় দুই পক্ষের অটো চালকদের মধ্যে। ঘটনায় আহত হয় তিন অটো চালক।একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। দুই পক্ষই নিউটাউন থানায় যায় অভিযোগ জানাতে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
এদিকে বিষয়টি কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কথায়, অটোতে যাত্রী ওঠানো নিয়ে কয়েকজন অটো চালকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আচমকা কথা কাটাকাটি চলতে চলতে মারামারি বেঁধে যায়। যার জেরে জখম হয়েছেন তিনজন অটো চালক। তাঁদের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে বিষয়টির জেরে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bagdah News: বাগদায় নদী ভরাট করে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান