Child Fever: বাড়ছে উদ্বেগ, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ৭০ শিশু
জ্বরের ভাইরাস শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা শিশু বিশেষজ্ঞদের।
সনৎ ঝা, শিলিগুড়ি: ক্রমেই বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হাসপাতালগুলিতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশুদের জ্বর-সর্দি উপসর্গ নিয়ে উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রায় ৩০০ জন শিশুকে নিয়ে মায়েরা হাসপাতাল আসছে ডাক্তার দেখাত। ভর্তি গড়ে প্রায় ৩০ জন। এই মুহূর্তে জেলা হাসপাতালে জ্বর,সর্দি, বমি, পেটে ব্যথা নিয়ে ভর্তি ৭০ শিশু। জ্বরের ভাইরাস শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা শিশু বিশেষজ্ঞদের।
হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স ৫ মাসেরও কম। ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত শিশুদের চিকুনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিস, ডেঙ্গি-সহ একাধিক মেডিক্যাল টেস্টের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। শিলিগুড়ি জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুবীর ভৌমিক বলেন, আমরা WHO-র সঙ্গে কথা বলেছি, ভাইরাসের নমুনা সংগ্রহ করার জন্য, এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে, পজিটিভ পাওয়া যায়নি।
অজানা এই ভাইরাসকে চিহ্নিত করতে, জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি ২৫ জন শিশুর লালার নমুনা পাঠানো হয়েছে কলকাতায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নমুনা পরীক্ষা হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং নাইসেডে। সোমবার বিকেলে মেখলিগঞ্জ হাসপাতাল থেকে ৬ বছরের এক শিশুকন্যাকে নিউমোনিয়া-সহ বিভিন্ন সমস্যা নিয়ে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। মঙ্গলবার ভোর ৩.৪৫ নাগাদ, জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
গত কয়েকদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে আতঙ্ক। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা হাসপাতালের শিশু বিভাগে জ্বর ও অন্য উপসর্গ নিয়ে ভর্তি আছে ১০০ জন। ৮৩ জন চিকিৎসাধীন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে। এরই মধ্যে গতকাল স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনা নয়, উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ অজানা ভাইরাস।