West Burdwan: পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা কালিপাহাড়িতে, পথ অবরোধ, ট্রাফিক পুলিশের বাইক ভাঙচুর
মঙ্গলবার দুর্গাপুর থেকে একই পরিবারের চারজন মোটরবাইকে চড়ে আসানসোলে আসছিলেন। তখনই কালিপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে মোটরবাইকে থাকা চারজনই গুরুতর আহত হন।
কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান): পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের কালিপাহাড়ি এলাকায় । ট্রাফিক পুলিশের মোটরবাইকে ভাঙচুর করলো উত্তেজিত জনতা।আসানসোল দক্ষিণ থানার ২ নম্বর জাতীয় সড়কের কালিপাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।
Malda Ganga Erosion: ২ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে গঙ্গার পাড়, ঘুম ছুটেছে মালদার কালিয়াচকে
জানা গিয়েছে, মঙ্গলবার দুর্গাপুর থেকে একই পরিবারের চারজন মোটরবাইকে চড়ে আসানসোলে আসছিলেন। তখনই কালিপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে মোটরবাইকে থাকা চারজনই গুরুতর আহত হন।তাঁদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের মধ্যে এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Birbhum : ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে এবার তৃণমূল কার্যালয়ে পৌঁছে গেল সিবিআই
এই ঘটনার পর কালিপাহাড়ি মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। অভিযোগ, এরপর ট্রাফিক পুলিশের পোস্ট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। ট্রাফিক পুলিশের ৩ টি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গতকালই হুগলির হরিপালে মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ২ ব্যক্তির। ঘটনায় আহত আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । ঘটনাটি ঘটে হুগলির হরিপাল থানার ইলিপুরে অহল্যাবাই রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর বেলা অহল্যাবাই রোডের ইলিপুরে একটি মোটর বাইকের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি জোরাল সংঘর্ষ হয়। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ২ জন মোটর বাইক আরোহী। সংঘর্ষের জেরে পাশের নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মোটর বাইকের সামনের চাকা ভেঙে ছিটকে বেরিয়ে যায়। ঘটনার পরেই স্থানীয় ইলিপুর পঞ্চায়েত থেকে লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। গাড়ির আরোহীদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। পুলিশ এসে রক্তাক্ত দুই বাইক আরোহীকে তুলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষনা করা হয় দুজনকে। ।