Top News Today: অভিষেকের কনভয়ে হামলায় ধৃত ৮ কুড়মি নেতা, সোনার দোকানে ডাকাতিতে নয়া তথ্য --রবিবার দুপুরের সবথেকে বড় খবর
Top Trending News Today: এক নজরে দেখে নিন আজ দুপুরের বড় খবরগুলি এক নজরে
কলকাতা: রবিবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর-
গ্রেফতার কুড়মি নেতা
বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৮ জন গ্রেফতার। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা। গতকালই হামলাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। শুক্রবার রাতে কনভয় ঘিরে ধুন্ধুমারকাণ্ডের পর কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।তৃণমূলের কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর।মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে পাথরবৃষ্টি।এরপরই তৎপর হয় পুলিশ। রাত থেকেই শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে মোট ১৪টি ধারা দেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি জামিন অযোগ্য় ধারা। এরমধ্য়ে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়য়ন্ত্র, সরকারি কর্মীদের মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের ধারা।
ব্যারাকপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক ছিল ধৃত সফি খান ও জামশেদ আনসারির। রেইকিও করেছিল তারা। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত মামা-ভাগ্নেকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
জুনের শুরুতে বাড়বে গরম
মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোবে পশ্চিমের জেলাগুলির। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বীরভূমে ব্যাগ ও বালতি বোঝাই বোমা উদ্ধার
বারুদের স্তূপে বীরভূম। আজ সকালে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান। এলাকা ঘিরে ফেলে সাঁইথিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। গত এক সপ্তাহে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
আজও কি ঝড়বৃষ্টি কলকাতায়?
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিকে তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?