Ballot Box Rescued: পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও পুকুর থেকে উদ্ধার ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার
পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। জয়নগরের বকুলতলায় পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভাঙচুর ও ব্যালট লুঠের অভিযোগে ওই বুথে পুনর্নির্বাচন হয়।
সুকান্ত দাস, জয়নগর, (দক্ষিণ ২৪ পরগনা) : উত্তর দিনাজপুরের ডালখোলা, নদিয়ার নাকাশিপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। জয়নগরের বকুলতলায় একটি পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভোটের দিন ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ ভাঙচুর করা হয়। লুঠ হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ১০ জুলাই পুনর্নির্বাচন হয় ওই বুথে। গন্ডগোলের জন্য তৃণমূল ও বিরোধীরা একে অপরকে দোষারোপ করে। এরপর আজ সকালে ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে একটি পুকুরে জাল ফেলতেই উঠে আসে ৪টি ব্যালট বাক্স ও দু’বাণ্ডিল ব্য়ালট পেপার। ব্যালট বাক্স ও ব্য়ালট পেপার উদ্ধার করে থানায় নিয়ে যায় বকুলতলা থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। জয়নগরের বকুলতলায় পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভাঙচুর ও ব্যালট লুঠের অভিযোগে ওই বুথে পুনর্নির্বাচন হয়। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল।
ফের জালে উঠল ব্যালট বাক্স। শুধু ব্যালট বাক্স নয়, পুকুরে মিলল ব্যালট পেপারের বাণ্ডিলও। উত্তর দিনাজপুরের ডালখোলা। নদিয়ার নাকাশিপাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। শনিবার সকালে জয়নগরের বকুলতলায় একটি পুকুরে জাল ফেলেন এক গ্রামবাসী। মাছের বদলে তাঁর জালে উঠে আসে ৪টি ব্যালট বাক্স ও দু’বাণ্ডিল ব্য়ালট পেপার।
পঞ্চায়েত ভোটের দিন ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ ভাঙচুর করা হয়। লুঠ হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ১০ জুলাই ওই বুথে পুনর্নির্বাচন হয়। এই পঞ্চায়েতে মোট আসন ১৭টি। ১৪টি আসন দখল করেছে তৃণমূল। নির্দল পেয়েছে ২টি আসন। পুনর্নির্বাচনের আগে এক তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়। পুনর্নির্বাচনেও সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। এদিন জয়নগরে পুকুর থেকে উদ্ধার হওয়া ব্যালট বাক্স ও ব্যালট পেপার বকুলতলা থানায় নিয়ে যায় পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন