TMC On Abhijit Ganguly: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
Complaint Against Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় তৃণমূল।
কলকাতা: মমতাকে বেলাগাম আক্রমণের জের এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (BJP Candidate Abhijit Ganguly) বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল (Trinamool Congress)। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় তৃণমূল।
We've penned a letter to the Chief Electoral Officer against BJP MP candidate, Abhijit Gangopadhyay's derogatory remarks against Smt. @MamataOfficial, the only woman CM in the country.
— All India Trinamool Congress (@AITCofficial) May 17, 2024
His vulgar and uncouth remarks are a clear violation of the provisions of IPC and MCC and we… pic.twitter.com/1v6cOxCyBn
কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
লোকসভা নির্বাচন পর্বে ফের নতুন বিতর্ক। এবার তমলুকের বিজেপি প্রার্থীর সেই মন্তব্যের প্রেক্ষিতে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। নির্বাচনী প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। সেই জন্য় রেখা পাত্রকে ২ হাজার টাকায় কেনা যায়। একজন মহিলা আরেক জন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো! আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য় দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন। তো তোমার দাম ১০ লাখ টাকা কেন?''
আগেই এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। আর এবার কমিশনে নালিশ জানাল তারা। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় তৃণমূল। একইসঙ্গে অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদনও জানিয়েছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Update: অভিযোগ জমা নিতে উদ্য়োগ, সন্দেশখালিতে ক্যাম্প অফিস করল CBI