Abhishek Banerjee : কবে পঞ্চায়েত ভোট ? ধোঁয়াশার মধ্যেই অভিষেকের কথায় স্পষ্ট ইঙ্গিত
পঁচিশে এপ্রিল থেকে পঁচিশে জুন, টানা ২ মাস জেলাতেই থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু প্রশ্ন উঠছে ভোটটা কবে?
মুর্শিদাবাদ: দুয়ারে পঞ্চায়েত ভোট ( panchayat Poll ) । তার আগে রবিবার অধীর চৌধুরীর ( Adhir Chowdhury ) জেলা মুর্শিদাবাদে ( Murshidabad ) দাঁড়িয়ে তাঁকে চাঁচাছোলা ভাষায় ফের একবার নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেইসঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন তাঁর এই জনসংযোগ যাত্রা মিটলে তবেই হবে পঞ্চায়েত ভোট।
ভোটটা কবে?
ভোট যুদ্ধের আগে জনসংযোগ-অস্ত্রে শান দিচ্ছে সব রাজনৈতিক দলই। জেলায় জেলায় শাসক-বিরোধীদের সভা। পঁচিশে এপ্রিল থেকে পঁচিশে জুন, টানা ২ মাস জেলাতেই থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু প্রশ্ন উঠছে ভোটটা কবে?
চষে বেড়াবেন অভিষেক
একাধিক জেলার রাশ ইতিমধ্য়েই হাতে নিয়ে সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। লাগাতার ২ মাস ধরে রাজ্য়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। শুভেনদু অধিকারী-সুকান্ত মজুমদাররাও জেলায় জেলায় প্রচার শুরু করে দিয়েছেন। অমিত শাহ ঘন ঘন রাজ্য়ে আসছেন। সিপিএমও নতুন উদ্য়মে প্রবীণ ও ছাত্র-যুবদের মিশেলে নানা ইস্য়ুতে উত্তরকন্য়া থেকে উত্তর ২৪ পরগনা নানা কর্মসূচি হাতে নিচ্ছে। সবার লক্ষ্য় একটাই গ্রাম দখলের লড়াই অর্থাৎ পঞ্চায়েত ভোট!
কবে ভোট, ধোঁয়াশা কাটল
অভিষেক এদিন বলেন, 'নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট'। কবে ভোট, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। শনিবারের ঝাঁঝ বজায় রইল রবিবারেও। নবজোয়ার কর্মসূচির ১৩ তম দিনে কংগ্রেস ও বিজেপিকে একযোগে নিশানা করলেন অভিষেক। তুললেন কংগ্রেস ও বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ।
চলতি বছর জুন মাসে শেষ হচ্ছে পঞ্চায়েতের মেয়াদ। তৃণমূল যে ২ মাসের কর্মসূচিতে নামছে, তা শেষ হবে জুনের শেষ। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন তার আগে কি আদৌ ভোট হওয়া সম্ভব? তাহলে কি পঞ্চায়েত ভোট পিছোবে? এই প্রশ্নগুলো যখন জোরালো হয়ে উঠছে, তখনই অভিষেকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই অনেকটা ধোঁয়াশা কাটাচ্ছে।
আরওপড়ুন :
অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না
ভোটের আগে শাসক-বিরোধী আক্রমণ, পাল্টা আক্রমণ। প্রস্তুতি, পাল্টা প্রস্তুতি সবই চলছে। কিন্তু কবে হবে ভোট? গ্রীষ্মে? না জুলাইয়ের বর্ষায়? নাকি নভেম্বরের শীতে? উত্তর ভবিষ্য়তের গর্ভে।