ABP Centenary: আনন্দবাজার ক্ষমতার পাশে নয়, মানুষের পাশে, বললেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার
ABP Centenary Progamme: ‘শতবর্ষে আনন্দবাজার’ অনুষ্ঠানের মঞ্চ থেকে এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার বলেন, ‘আনন্দবাজার পত্রিকা সাধারণ মানুষের জন্য কাজ করে’।
![ABP Centenary: আনন্দবাজার ক্ষমতার পাশে নয়, মানুষের পাশে, বললেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার ABP Centenary Programme ABP Private Limited chief editor and publisher Atideb Sarkar ABP Centenary: আনন্দবাজার ক্ষমতার পাশে নয়, মানুষের পাশে, বললেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/3c9d8d0ddbc0624199dd0aef161478f11657347333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হয় আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন। এদিন ‘শতবর্ষে আনন্দবাজার’ অনুষ্ঠানের মঞ্চ থেকে এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার বলেন, ‘আনন্দবাজার পত্রিকা সাধারণ মানুষের জন্য কাজ করে’। আনন্দবাজার ক্ষমতার পাশে নয়, মানুষের পাশে। এখন জরুরি সামাজিক সম্প্রীতি'। শতবর্ষের অনুষ্ঠানে বার্তা এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকারের।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডও আনন্দবাজারকে দমাতে পারেনি - পুড়িয়াও যাহা পোড়ে না। কোনও দুর্ঘটনাই আনন্দবাজারকে আটকাতে পারেনি। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমাদের সাংবাদিক নায়করা কাজ করে গেছেন। করোনা দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করে দিয়েছে। সামাজিক বিভাজন ক্রমশ বাড়ছে। আমরা মনে করি অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু হওয়া উচিত। ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব সবসময়ই থাকবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখা খুবই জরুরি। সরকারের উচিত দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি জোর দেওয়া'।
আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু আনন্দযজ্ঞ। দেখুন ‘শতবর্ষে আনন্দবাজার’। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে সরাসরি।#AnandabazarPatrika #ABPCentenary #ABPLive #ABPAnanda https://t.co/sAn9Hzvn0M
— ABP Ananda (@abpanandatv) July 9, 2022
এদিন আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানর শুরুতে সঙ্গীত পরিবেশন করেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। সংবর্ধিত করা হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য, অপূর্ব সেনগুপ্ত, অনির্বাণ চট্টোপাধ্যায়, দীপঙ্কর দাস পুরকায়স্থ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মোহন সিংহ খাঙ্গুরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।
আনন্দবাজার চিরকালই সাহসী ও ইতিবাচক ভূমিকা পালন করেছে। আজ যখন সুচিন্তিত, শক্তিশালী চিন্তার বিশেষ প্রয়োজন তখনও তাদের ভূমিকা আমাদের আশা জাগায়। পত্রিকার ১০০ বছরের অনুষ্ঠানে এদিন এমনই বার্তা দেন অমর্ত্য সেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)