KMC: 'অকারণ হস্তক্ষেপ', পুরসভার মাসিক অধিবেশনে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন কাউন্সিলরদের
Kolkata Police: অকারণে কলকাতা পুলিশ নানা ব্য়াপারে হস্তক্ষেপ করছে! পুলিশ-নির্ভরশীলতা কি কলকাতা পুরসভার গরিমাকে আঘাত করছে না? তৃণমূল সরকারের পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের কাউন্সিলর!

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) অতিসক্রিয়তার অভিযোগ! পুরসভার মাসিক অধিবেশনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই কাউন্সিলর (TMC)! একই অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও। পুলিশের ওপর নির্ভরশীলতা বাড়ছে না, পুলিশ আমাদের বনধু, শাসকদলের বিড়ম্বনার মধ্য়েই মন্তব্য় ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
অকারণে কলকাতা পুলিশ (Kolkata Police) নানা ব্য়াপারে হস্তক্ষেপ করছে! পুলিশ-নির্ভরশীলতা কি কলকাতা পুরসভার গরিমাকে আঘাত করছে না? তৃণমূল সরকারের পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের কাউন্সিলর! কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কলকাতা পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন, ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, বিশ্বরূপ দে!
তাঁর অভিযোগ, হকার সমস্য়া থেকে বিল্ডিং নির্মাণ, এমনকী পার্কিং, পুরসভার সমস্ত বিষয়েই হস্তক্ষেপ করছে পুলিশ। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের কথায়, পুলিশ পুরসভার সব ব্য়াপারে হস্তক্ষেপ করছে। হকারদের ব্য়াপারে অযাচিত হস্তক্ষেপ। পার্কিং তো আমাদের দেখার কথা। ওরা বলছে এনিয়ে অভিযোগ থাকলে পুলিশের নম্বরে ফোন করুন।
কলকাতা পুরসভা (KMC) বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, আমি বিশ্বরূপদার এক থানার অন্তর্গত। পুলিশ তো কাউন্সিলররে হয়ে তোলাবাজি করছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, পুলিশ আমাদের বনধু। পুলিশের ওপর নির্ভরশীলতা বাড়ছে না। অবৈধ নির্মাণ হলে পুলিশের সাহায্য় নিই। ট্রাফিকে সমস্য়া হলে, পুরসভার তো নির্জদিষ্ট বাহিনী নেই পুলিশকে বলতে হয়। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলের প্রশ্নবানে তুঙ্গে পুর-রাজনীতি।
প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল: টাকি পুরসভায় অনাস্থা প্রস্তাব ঘিরে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে এদিনই। একাধিক দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগে দলের পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে এক মাস আগে চিঠি দিয়েছেন তৃণমূলেরই ১২ জন কাউন্সিলর। প্রস্তাবে নৈতিক সমর্থন জানিয়েছেন দুই বিজেপি কাউন্সিলর। পুরসভায় আসা ছেড়ে দিয়েছেন সোমনাথ মুখোপাধ্য়ায়। এর জেরে টাকি পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন টাকির বাসিন্দারা। তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, পুর প্রধান বেআইনিভাবে পুরসভার সম্পত্তি হস্তান্তর করেছেন। টাকি পুরসভায় মোট ওয়ার্ড ১৬টি। পুরভোটে ১৪টি ওয়ার্ড দখল করে তৃণমূল। বিজেপি জেতে ২টি ওয়ার্ডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
