(Source: Poll of Polls)
Howrah Shibpur TMC-BJP Chaos: পুরভোট ঘোষণা হতেই অশান্তি, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গেরুয়া শিবিরের দাবি, গতকাল প্রকাশ্যে হাওড়া পুর-এলাকার (Howra Municipality) উন্নয়ন নিয়ে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি কর্মী (bjp)। তার জেরেই হামলা বলে অভিযোগ।
সুনীত হালদার, হাওড়া: পুরভোটের (Municipality Vote) দিন ঘোষণার পর, হাওড়ার শিবপুরে (Shibpur) বিজেপি (BJP) যুব মোর্চা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে কথা বলার নাম করে (BJP) বিজেপি যুব মোর্চা কর্মীকে ডেকে বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মী। মারধরে মাথা ফেটে যায়। শিবপুর থানায় (Shibpur Police Station) অভিযোগ দায়ের হয়েছে ।
গেরুয়া শিবিরের দাবি, গতকাল প্রকাশ্যে হাওড়া পুর-এলাকার (Howra Municipality) উন্নয়ন নিয়ে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি কর্মী (bjp)। তার জেরেই হামলা বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, অভিযুক্ত বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল।
উল্লেখ্য, রাজ্যে পুরভোটের (Tripura Civic Polls) আগে তৃণমূল কংগ্রেসকে (TMC) হুমকি (Threat) ত্রিপুরার বিজেপি (BJP) বিধায়ক সুরজিত্ দত্তের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি দেওয়া হল বলে অভিযোগ। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে,‘তৃণমূলকে এতটুকু জমি ছাড়া যাবে না। ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে।আমি তোমাদের জন্য করি, তোমরাও কর। কাউকে ক্ষমা করা যাবে না। প্রার্থীকে যেখানে দেখবি, তাড়া করবি।’
এভাবেই তৃণমূলকে হুমকি দিয়েছেন ত্রিপুরার (Tripura) বিজেপি বিধায়ক সুরজিত্ দত্ত। ত্রিপুরার বিজেপি বিধায়কের (BJP MLA) হুমকির ভিডিও ভাইরাল। তবে ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্য প্ররোচনা ছড়াবে। এ ধরনের বক্তব্য সুপ্রিম কোর্টের অবমাননা। কারণ, আদালত অবাধ ও সচ্ছ্ব ভোটের নির্দেশ দিয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। দলের কর্মীরা আত্মবিশ্বাসী। বিষয়টি আদালতের গোচরে আনা হবে।