Kolkata Pollution: দিল্লির পরে কলকাতা, শীত পড়তেই বিপদসীমা ছাড়াচ্ছে দূষণমাত্রা! চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে
Kolkata Pollution News: পারদ নামতেই বেড়েছে দূষণের মাত্রা...আর সেটাই এখন কার্যত কপালে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের

কলকাতা: শহরে শীত পড়তেই বেড়েছে দূষণের মাত্রা। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, শহরে একাধিক জায়গায় দূষণের মাত্রা ছাড়িয়েছে ৩০০। যা কার্যত চিন্তার বলে মত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।
পারদ নামতেই বেড়েছে দূষণের মাত্রা...আর সেটাই এখন কার্যত কপালে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, দিল্লির কাছাকাছি পৌঁছেছে কলকাতার দূষণের মাত্রা। শহরে একাধিক জায়গায় দূষণের মাত্রা ছাড়িয়েছে ৩০০। সবচেয়ে চিন্তার বিষয়, অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন- Air quality index বা AQI শূন্য থেকে ৫০ হলে, বাতাসের মান খুব ভাল।
৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। সেখানে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, বৃহস্পতিবার ভিক্টোরিয়া এলাকায় AQI ছিল ৩০৩। শুক্রবার সেই মাত্রাটা ছিল ২৯২। শনিবার সেটা খানিকটা কমে হয়েছে ২৬২। অন্য়দিকে, বৃহস্পতিবার যাদবপুরে দূষণের মাত্রা ছিল ৩১১। শুক্রবার ছিল ৩০৪। শনিবার AQI ছিল ৩০১। পাশাপাশি, ফোর্ট উইলিয়ামে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল ২৩৬। শুক্রবার সেটি দাঁড়ায় ২২৮-তে। রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল ১৫৭। শুক্রবার এবং শনিবার AQI হয় যথাক্রমে ১৫৯ এবং ১৫৩। বালিগঞ্জে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল ২০৯। শুক্রবার ছিল ১৯৫, এবং শনিবার ছিল ১৭৬।
পালমনোলজিস্ট পার্থসারথি ভট্টাচার্য বলছেন, 'ঘরে ঘরে ক্য়ানসার বাড়ছে দূষণের জন্য়। যদি না আটকানো যায় হাতের বাইরে চলে যাবে সব'। শুধু কলকাতা নয়, তালিকায় রয়েছে একাধিক জেলাও।হাওড়া বেলুর মঠ এলাকায় বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল ৩০১। শুক্রবার ছিল ২৫৮। শনিবার ছিল ২৫৭। অন্য়দিকে শিলিগুড়িতে বৃহস্পতিবার দূষণের মাত্রা পৌঁছেছিল ৩০১-এ। এদিকে হলদিয়ায় বৃহস্পতিবার AQI ছিল ২১৭। শুক্রবার ছিল ২০৮ এবং শনিবার ছিল ২২৫।
বিশেষজ্ঞরা বলছেন, Air quality index বা AQI ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি। AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। ৪০১-৫০০ তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবে শহর এবং জেলার এই পরিসংখ্য়ান চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের।
তাহলে কি দূষণের কবল থেকে কোনওদিন রেহাই পাব না আমরা? উত্তর জানতে চায় সবাই।





















