Aindrila Sharma Demise: ‘ঐন্দ্রিলার অকাল প্রয়াণে শোকস্তব্ধ’, পরিবার-অনুরাগীদের সাহস জুগিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: ২০ দিনের লড়াই শেষে রবিবার দুপুরে হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। তাঁর প্রয়াণে ট্যুইট করে শোকবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: অদম্য লড়াই শেষেও জয়ী হয়ে ফেরা হল না। মাত্র ২৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকে বিহ্বল ঐন্দ্রিলার পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব এবং অনুরাগীদের সাহস জোগালেন।
রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা
২০ দিনের লড়াই শেষে রবিবার দুপুরে হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। তাঁর প্রয়াণে ট্যুইট করে শোকবার্তা দেন মমতা। তিনি লেখেন, 'আমাদের তরুণী শিল্পী ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে শোকস্তব্ধ। প্রতিভাময়ী অভিনেত্রী, টেলি সম্মান-সহ বহু সম্মান পেয়েছেন। ওঁর পরিবার, অনুরাগী, বন্ধুদের গভীর সমবেদনা জানাই। এই শোকের সময়ে মনে সাহস পান ওঁরা'।
Deeply saddened at the untimely demise of our young artiste Aindrila Sharma.
— Mamata Banerjee (@MamataOfficial) November 20, 2022
The talented actress won several accolades including the Tele Samman Award.
My deepest condolences to her family, fans & friends. I pray they find the courage in this hour of grief.
আরও পড়ুন: Aindrila Sharma Demise: ফিরতে চেয়েও হল না ফেরা, দেশ-কালের সীমানা পেরোলেন ঐন্দ্রিলা, শেষকৃত্য আজই
অভিনেত্রীর পরিবার এবং ঘনিষ্ঠ-সূত্রে জানা গিয়েছে, রবিবারই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার। হাওড়ার হাসপাতাল থেকে আর কিছু ক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ঐন্দ্রিলার মরদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টের পর হাসপাতাল থেকে ছাড়া হবে ঐন্দ্রিলার মরদেহ। সেখান থেকে কুঁদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তার পর এনটি ওয়ান স্টুডিওতে রাখা হবে ঐন্দ্রিলার মরদেহ। সহকর্মী, ইন্ডাস্ট্রির কলাকুশলীরা সেখানে শ্রদ্ধা জানাবেন ঐন্দ্রিলাকে। সব শেষে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
ঐন্দ্রিলার পরিবার, সব্যসাচী চৌধুরী এবং পরিজনরা হাসপাতালেই রয়েছেন। সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীও। সবকিছু দেখভাল করছেন তিনি। ঐন্দ্রিলার বাড়ির লোকজনের সঙ্গেও কথা হয়েছে তাঁর। সব কিছু যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তদারকি করছেন রাজ।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। হাসপাতালে ভর্তি হওয়ার পর একসময় ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। ফের ভেন্টিলেশনেই দিতে হয় তাঁকে। এর মাঝে আরও তিন বার ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হয়। পরিস্থিতি কঠিন হলেও নিজের জীবনীশক্তিতেই বরাবরের মত লড়ে যাচ্ছিলেন ঐন্দ্রিলা।
দু'-দু'বার ক্যান্সারকে হারিয়ে ফেরেন ঐন্দ্রিলা
২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সকলের। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ। তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তার পর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। কিন্তু এ মাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য।