Weather Update: শেষ মাঘে বঙ্গে ফিরল শীত, আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২ দিনে ৪ ডিগ্রি নামল পারদ। রাজ্যজুড়ে ফের শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।
হঠাতই শহর থেকে শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু মাঘের শেষ বেলায় কামব্যাক হল শীতের ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। ভোটের উত্তাপের মধ্যেই কাল ছিল চার পুরসভায়। কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল অনেকটাই। ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল অনেকটাই। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি শহরে। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহশেষের শুরুটা হয় কনকনিয়ে। শীতের আমেজ ফিরল শহরে। শুক্রবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -