Alipurduar News: হাতির হানা ঠেকাতে গিয়ে গেল প্রাণ, পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু
West Bengal News: আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাওয়ার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রেলে হাতির হানা ঠেকাতে রুখতে গিয়ে প্রাণ গেল ঠিকাদার সংস্থার কর্মীর। ট্রেনের ট্রায়াল রানের সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। রাজাভাতখাওয়ায় কুনকি হাতির পায়ে পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু হল।
রেলের সঙ্গে সংঘাতে হাতির মৃত্যু ঠেকাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে বসানো হচ্ছে ডিটেকশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে রেললাইনে হাতি এলেই তা সতর্ক করবে ড্রাইভার এবং আশপাশের স্টেশন মাস্টারকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনে এই ইন্ট্রোডিউসিং এলিফ্যান্ট সিস্টেম ডিভাইসের ট্রায়াল রান পর্যবেক্ষণে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সেই ট্রায়ালের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের থেকে কুনকি হাতি জোনাকিকে আনা হয়েছিল। এদিন দুপুর দুটো নাগাদ রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন রেললাইনের পাশেই কুনকি হাতি এনে সেই ট্রায়াল রান চলছিল। সেই সময় ওই রেললাইন দিয়ে পার হচ্ছিল আপ কাঞ্চন কন্যা এক্সপ্রেস। সেই সময় ঠিকাদারি সংস্থার কর্মী বছর ৫৫-র সন্দীপ চৌধুরীকে পদপিষ্ট করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমকি হাতি জোনাকি। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি, খাঁড়ারি, ফুলবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের অবস্থান জঙ্গলের মধ্যে। এই গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র গদারডিহি, বেলিয়াতোড় ও ছান্দার এলাকায়। গ্রাম থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের পথ পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে। এই আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করেছে বন দফতর এবং বড়জোড়ার বিধায়ক। বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তাড়া করছিল অন্য এক আতঙ্ক। কারণ বাঁকুড়ার বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। জঙ্গলপথে হাতির হানা এড়িয়ে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতর। বনাঞ্চলের রাস্তায় নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বন কর্মী, পুলিশকে।
আরও পড়ুন: Haltu News Update: লাগাতার চাপ ও অপমানের অভিযোগ, হালতুর ঘটনায় এবার গ্রেফতার লোন এজেন্ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
