Alipurduar News: শ্রমমন্ত্রীর মন্তব্যে জল্পনা, চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য
(Tea Workers: নতুন বছরের আগে রাজ্যের শ্রমমন্ত্রীর মন্তব্যে জল্পনা। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটের জলদাপাড়া ট্যুরিস্ট লজে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে পরপর ২ দিন বৈঠক করেন শ্রমমন্ত্রী।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা শ্রমিকদের (Tea Workers) মজুরি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য। মাদারিহাটে (Madarihat) মজুরি বিষয়ক অ্যাডভাইসরি কমিটির সদস্যদের সঙ্গে পরপর দু’দিন বৈঠক বেচারাম মান্নার (Becharam Manna)। নববর্ষে ঘোষণা হতে পারে ন্যূনতম মজুরি, দাবি শ্রমমন্ত্রীর। সমস্যা না মিটলে আন্দোলনের হুমকি বিজেপির (BJP)।
এবার কি দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে চা শ্রমিকদের? নতুন বছরের আগে রাজ্যের শ্রমমন্ত্রীর মন্তব্যে জল্পনা। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটের জলদাপাড়া ট্যুরিস্ট লজে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মঙ্গল ও বুধবার পরপর ২ দিন বৈঠক করেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। দফতরের আধিকারিকরা ছাড়াও ছিলেন মজুরি বিষয়ক অ্যাডভাইসরি কমিটির ৩৩ জন সদস্য।
বর্তমানে উত্তরবঙ্গের চা শ্রমিকদের মজুরি দৈনিক ২০২ টাকা। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, বর্তমান বাজার দর দেখে চা শ্রমিকদের নতুন মজুরি ঠিক করা হবে। ডিএ-র আওতায় আসবেন চা শ্রমিকরা। ন্যূনতম মজুরি চালু হলে ৩০০’র বেশি চা বাগানের প্রায় ৪ লক্ষ শ্রমিক উপকৃত হবেন।
শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, “১ জানুয়ারি সময়সীমা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা হবে। শ্রমিক ও মালিকপক্ষ ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।সব ঠিক থাকলে নতুন বছরে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে।’’
রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চা বাগান ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা বলেন, বর্তমানে চা শিল্পে মন্দা চলছে। উৎপাদন আগের মতো হচ্ছে না। দাম কমেছে। রপ্তানি কমেছে, আমদানি বেড়েছে। এই অবস্থাতেও আমরা আলোচনা করছি যাতে শ্রমিকদের মজুরি বাড়ানো যায়।
সিটু নেতা তথা তথা অ্যাডভাইসারি কমিটির সদস্য জিয়াউল আলম বলেন, কয়েকজন চা বাগান মালিক শ্রমিকদের কিছুই দিতে চান না। ফলে সমস্যা তৈরি হয়। রাজ্য উদ্যোগী হয়েছে। আমরা ন্যূনতম কি কি প্রয়োজন সেটা দিতে বলেছি।
মঙ্গল ও বুধবারের বৈঠকে অস্তিত্বহীন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন বলে অভিযোগ করে বিজেপি। পাশাপাশি, তাদের শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নকে ডাকা হয়নি বলে দাবি করেছে গেরুয়া শিবির। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “অ্যাডভাইসরি কমিটিতে যে শ্রমিক সংগঠনগুলিকে রাখা হয়েছে তাদের কোনও অস্বস্তিই নেই। ফলে শ্রমিকরা কি পাবেন সেটা পরিষ্কার নয়। শ্রমিকরা বঞ্চিত হলে আমরা আন্দোলনে নামব।’’
আরও পড়ুন: Howrah Accident: হাওড়ায় লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম পূর্ব রেলের গ্যাংম্যান