(Source: ECI/ABP News/ABP Majha)
Nadia: ডুপ্লিকেট সিমকার্ড ব্যবহার করেই ১৫ লক্ষ টাকা জালিয়াতি? নদিয়ার ঘটনায় হইচই
Allegations Of Bank Fraud: কল্যাণীর গয়েশপুরে অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতি। মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব ফিক্সড ডিপোজিটের প্রায় ১৫ লক্ষ টাকা! সাইবার ক্রাইমে দায়ের হয়েছে অভিযোগ।
সুজিত মণ্ডল, নদিয়া: কল্যাণীর (kalyani) গয়েশপুরে (gayeshpur) অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতি (bank fraud)। মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব ফিক্সড ডিপোজিটের (FD) প্রায় ১৫ লক্ষ টাকা! সাইবার ক্রাইমে (cyber crime) দায়ের হয়েছে অভিযোগ।
কী ঘটেছিল?
পাসওয়ার্ড চেয়ে কোনও ফোন আসেনি! মোবাইলে আসেনি কোনও OTP। ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংও নেই। তাও, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও ফিক্সড ডিপোজিটের প্রায় ১৫ লক্ষ টাকা!!! এমনই অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন নদিয়ার কল্যাণীর গয়েশপুরের এক বাসিন্দা। অভিযোগকারিণীর নাম অনিতা রাও। তাঁর হয়ে ব্যাঙ্কের কাজকর্ম সামলান, গয়েশপুরের বাসিন্দা অনিতার ভাই অচ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, গত ১৬ ডিসেম্বর, কল্যাণীর গয়েশপুরে, দিদি অনিতা রাওয়ের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয়। ২২ ডিসেম্বর তারই সার্টিফিকেট আনতে গিয়ে জানতে পারেন, ১৫ লক্ষের মধ্যে ১৩ লক্ষ ৭৪ হাজার ৪৭২ টাকাই অন্য আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ১৯ ডিসেম্বর চার দফায় সেই টাকা ট্রান্সফার হয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের ডালহৌসি শাখায় রোহিত প্রসাদ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। ২৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয় কল্যাণী সাইবার ক্রাইম শাখায়।
কী ভাবে ঘটল এই জালিয়াতি?
অভিযোগকারীর দাবি, দিদি অনিতা রাও তাঁর মায়ের নামে থাকা একটি সিমকার্ড ব্যবহার করতেন। সেই নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ছিল। অভিযোগকারী জানাচ্ছেন, গত ১৩ ডিসেম্বর, হাওড়ার দাসনগর থানায়, মোবাইল ফোন চুরি গিয়েছে বলে একটি জেনারেল ডায়েরি করা হয়। সেই জেনারেল ডায়েরি ব্যবহার করে ২২ ডিসেম্বর কল্যাণীর BSNL দফতর থেকে ডুপ্লিকেট সিমকার্ডও তোলা হয়েছিল। তারপর সেই সিমকার্ড ব্যবহার করে ট্রান্সফার করে নেওয়া হয় টাকা। অচ্যুতের কথায়, '১৯ তারিখ সারা দিন ফোনে টাওয়ার ছিল না।' গোটা ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই দায়ী করছেন তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে কল্যাণী থানা ও সাইবার ক্রাইম। গত ডিসেম্বরের শেষাশেষিই দেশ এবং বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ১৪ জনকে। অভিযোগ, বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে চলত এই প্রতারণা চক্র। আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁসের দাবি বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট ও বেসরকারি বিমান সংস্থার জাল নথি।
আরও পড়ুন:আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা