Fire Brigade Recruitment Scam: দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ! নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের
Calcutta High Court: সময় যাচ্ছে, বয়স বাড়ছে। সরকারি চাকরির জন্য হা পিত্যেশ করে বসে আছেন কর্মপ্রার্থীরা। অথচ একের পর এক নিয়োগ ঘিরে অনিয়মের গুচ্ছ গুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আসছে।
সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসির (SSC) পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের (Calcutta High Court) অন্তর্বর্তী স্থগিতাদেশ। দমকলের প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ: সময় যাচ্ছে, বয়স বাড়ছে। সরকারি চাকরির জন্য হা পিত্যেশ করে বসে আছেন কর্মপ্রার্থীরা। অথচ একের পর এক নিয়োগ ঘিরে অনিয়মের গুচ্ছ গুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আসছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন দমকল বিভাগ। ২০১৮-য় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। ফল প্রকাশিত হয় ২০১৯ সালে। সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশের অভিযোগ। স্যাটে মামলা খারিজের পরে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের একাংশের মামলাতেই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
কী অভিযোগ মামলাকারীদের? স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের পরে এবার দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগেও নিয়ম না মানার অভিযোগ। যার জেরে, দমকলে নিয়োগ প্রক্রিয়ায় ১২ জুলাই, মঙ্গলবার অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে আপতত থমকে রইল দমকলের প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই প্রকাশিত হয় মেধাতালিকা। এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা SAT’র দ্বারস্থ হন। SAT সেই মামলা খারিজ করে দেয়। SAT’র রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন কর্মপ্রার্থীরা। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার অবধি দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। দমকলে নিয়োগে হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হতেই শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। পরের সোমবার অর্থাৎ ১১ জুলাই, দমকলে নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: Mamata Banerjee: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়া সন্দেহভাজন গ্রেফতার, তোলা হল আদালতে