Bankura Medical College: রোগীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে কর্মবিরতিতে ইন্টার্নরা
রোগী-মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। হেনস্থার অভিযোগে অবস্থান-বিক্ষোভ ইন্টার্নদের। যার জেরে শিকেয় উঠল পরিষেবা। দিনভর দুর্ভোগের শিকার রোগীরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রোগীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ইন্টার্নরা। দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনরা।
রোগী-মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। হেনস্থার অভিযোগে অবস্থান-বিক্ষোভ ইন্টার্নদের। যার জেরে শিকেয় উঠল পরিষেবা। দিনভর দুর্ভোগের শিকার রোগীরা। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের, মেল মেডিসিন ওয়ার্ডে, এক রোগীর মৃত্যু ঘিরে। ইন্টার্নদের অভিযোগ, মৃতের পরিজনরা গাফিলতির অভিযোগ তুলে, তাঁদের উপর চড়াও হন। তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।
হেনস্থার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে, শুক্রবার সকাল থেকে ১৫০ জন ইন্টার্ন কাজে যোগ না দিয়ে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্নরা কাজে যোগ না দেওয়ায়, মুখ থুবড়ে পড়ে পরিষেবা। দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে চূড়ান্ত হয়রানির মুখে পড়েন রোগীরা।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ডিন রণদেব বন্দ্যোপাধ্যায়ের কথায়, সিনিয়ার চিকিৎসক, হাউস স্টাফ সহ অন্যান্যরা স্বাভাবিক ভাবেই কাজে যোগ দেওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিসেবা স্বাভাবিক রয়েছে। ইনটার্ণদের দাবী দাওয়া নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। চিকিৎসকদের ওপর হামলাকে যেমন বিভিন্ন মহল সমর্থন করছে না, তেমনই চিকিৎসা পরিষেবা স্তব্ধ করে, ইন্টার্নদের আন্দোলন আদৌ কতটা যুক্তিযুক্ত? তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
শিশু মৃত্যু রামরাজাতলার এক নার্সিংহোমে: চিকিত্সার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল হাওড়ার রামরাজাতলার এক নার্সিংহোমে। অভিযোগ, শিশুর পরিবারের সদস্য ও পরিচিতরা নার্সিংহোমে ভাঙচুর চালায়। অবরোধ করা হয় রামচরণ শেঠ রোড। পরে চ্যাটার্জিহাট থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। শিশুর পরিবার সূত্রে খবর, অস্ত্রোপচারের জন্য ৩ বছরের শিশুকে আনা হয় হাসপাতালে। অস্ত্রোপচারের জন্য চিকিত্সকরা তাকে অজ্ঞান করলে আর জ্ঞান ফিরে আসেনি বলে পরিবারের অভিযোগ। এ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কাটোয়া হাসপাতালের সুপারকে খুনের হুমকি: ভুয়ো বিল পাস না করায়, কাটোয়া হাসপাতালের সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। ভুয়ো বিলের তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।
কাটোয়া হাসপাতালের সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় এক ঠিকাদার। কাটোয়া হাসপাতালের সুপারের অভিযোগ, বিল বাকি থাকায় তাঁকে হোয়াটসঅ্যাপে ওই রকম মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছেন ঠিকাদার কিংশুক মণ্ডল। অভিযুক্ত ঠিকাদারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ৭৫ লক্ষ টাকার বিল আটকে রাখায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাটি আদালতে বিচারাধীন।
বকেয়া বিল-বিতর্কে সুপারের পাশে দাঁড়িয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। অভিযোগ পেয়ে মঙ্গলবার হাসপাতালে আসে স্বাস্থ্য দফতরের ৫ সদস্যের প্রতিনিধিদল।
হাসপাতাল সূত্রে খবর, ভুয়ো বিলের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ২০১৫-’২০ এই ৫ বছরে হাসপাতালে আর্থিক নয়ছয়ের অভিযোগেও তদন্ত চলছে।






















