Nadia Child Death allegation: অবরোধের জেরে অ্যাম্বুল্যান্সেই অসুস্থ শিশুর মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ৫
বাঁশের ওপর বসিয়ে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের অনুমতির দাবিতেই অবরোধ চলছিল। অবরোধের ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে যান চলাচল। সেখানেই আটকে যায় মালদা থেকে কলকাতাগামী অ্যাম্বুল্যান্সও (Kolkata)।
প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর (নদিয়া): নদিয়ায় (Nadia) অবরোধের জেরে অ্যাম্বুল্যান্সেই অসুস্থ শিশুর মৃত্যুর (Child Death) অভিযোগ । কৃষ্ণনগরের পুরসভা (Krishnanagar Municipality) মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক (NH34) অবরোধ করা হয়েছিল । গতকাল সন্ধে থেকে জাতীয় সড়ক অবরোধ করেন বারোয়ারি পুজোর উদ্যোক্তারা । বাঁশের ওপর বসিয়ে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের অনুমতির দাবিতেই অবরোধ চলছিল ।
অবরোধের ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে যান চলাচল। সেখানেই আটকে যায় মালদা থেকে কলকাতাগামী অ্যাম্বুল্যান্সও (Kolkata) । দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে অ্যাম্বুল্যান্সেই (Ambulance) শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশ । এই ঘটনায় ৫ অবরোধকারীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
অন্যদিকে চিকিত্সার গাফিলতিতে (negligency of treatment) প্রসূতি মৃত্যুর অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি (Jangipur Super Speciality Hospital) হাসপাতালে উত্তেজনা ছড়ায়। দফায় দফায় বিক্ষোভ দেখায় মৃতের পরিবার-পরিজনেরা । পরিবার সূত্রে খবর, গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাহেববাগানের (Sahebbagan) বাসিন্দা তুলি বিবি । বিকেলে পুত্রসন্তার প্রসবের পর, রাতে তাঁর মৃত্যু হয়।
এর পরই চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতালে যান জঙ্গিপুর পুরসভার (Jangipur Municipality) প্রশাসক মোজাহারুল ইসলাম। এরপর কর্তব্যরত দুই চিকিত্সকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের (Hospital Authority) কাছে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: Basirhat : বসিরহাট মহকুমায় ৫৬৩টি ইটভাটা বন্ধের সিদ্ধান্ত, কর্মহীন হতে পারে লক্ষাধিক
আরও পড়ুন: Purulia : তালা ঝুলছে অযোধ্যা পাহাড়ের বামনি ফলসের গেটে, হতাশ পর্যটকরা ; কবে খুলবে ?