State Covid: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ফের সংক্রামিত প্রায় ৩ হাজার, মৃত ৩
Corona Cases In Bengal: লাগাম নেই রাজ্যের করোনা-সংক্রমণে। গত চব্বিশ ঘণ্টায় ফের তিন হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। নির্দিষ্ট করে বললে ওই মেয়াদে নয়া সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৯৬৮। মারা গিয়েছেন তিন জন।
ঝিলম করঞ্জাই, কলকাতা: লাগাম নেই রাজ্যের (state) করোনা-সংক্রমণে (corona)। গত চব্বিশ ঘণ্টায় ফের তিন হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমবঙ্গে (bengal)। নির্দিষ্ট করে বললে ওই মেয়াদে নয়া সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৯৬৮। মারা গিয়েছেন তিন জন।
শনিবার যা দেখা গেল...
চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর এদিন যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে শনিবার পজিটিভিটি রেট ছিল ১৫.৬৯ শতাংশ। সংক্রামিতের সংখ্যার বিচারে শেষ এক দিনে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। শেষ এক দিন নতুন করে ৭৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন ওই জেলায়। কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা ৭৪২। এর পরেই রয়েছে হুগলি। গত চব্বিশ ঘণ্টায় একশো তিরাশি জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে।
উদ্বেগ বাড়াচ্ছে করোনা...
শুক্রবারও মোটের উপর এক ছবি ধরা পড়েছিল রাজ্যে। শেষ এক দিনে নতুন সংক্রামিতের সংখ্যা প্রায় তিন হাজার ছুয়ে ফেলে গত কাল। মারা যান তিন জন। পজিটিভিটি রেট ছিল ১৬.৯২ শতাংশ। লক্ষণীয় বিষয় হল, জেলাওয়াড়ি বিচারে গত কালও শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা ও কলকাতা। অর্থাৎ করোনা-চিত্রে মোটের উপর খুব কিছু বদলায়নি এক দিনে। আশার কথা একটাই। এবারের ধাক্কায় উপসর্গের তীব্রতা বেশিরভাগ ক্ষেত্রে খুব কম। কিন্তু তাতে ঢিলেমি দেওয়া উচিত হবে না, বলছেন চিকিৎসকরা। কারণ তাঁদের অনেকের পর্যবেক্ষণ, গুরুতর অসুস্থের সংখ্যা কমলেও যাঁদের অবস্থা সেই রকম পর্যায়ে যাচ্ছে তাঁরা কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়ে যাচ্ছেন। এক্ষেত্রে দ্বিতীয় ঢেউয়ের সময়ের স্মৃতি উঠে আসছে। তা ছাড়া, এই দফায় অনেক শিশুও করোনা-আক্রান্ত হচ্ছে।
সতর্কতাই বিধেয়
পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরোয় তাই বার বার আগাম সতর্কতার কথা বলছেন ডাক্তাররা। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি বুস্টার ডোজ নিতেও জোর দেওয়া হচ্ছে। করোনা যে চলে যায়নি, সুযোগ পেলে বার বার ফিরে আসতে পারে সে কথা মনে রেখে এগিয়ে চলতে বলা হচ্ছে সকলকে।
আরও পড়ুন:ভাঙড়ের বাসিন্দার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ! শিউরে উঠল রাজারহাটবাসী