West Bengal Live Blog: বাংলায় বিজেপির মিশন ২৬, ছাব্বিশের আগে বঙ্গ বিজেপির দিশা ঠিক করে দিলেন অমিত শাহ
West Bengal News Update: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ

Background
কলকাতা: বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার গভীর রাতে পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময়ে হোটেলের একাধিক ঘরে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। দমকলের ৫টি ই়ঞ্জিনের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভায় তিনি বলেন, ২৬-এ বিজেপির সরকার হবে। পাল্টা, তৃণমূলের বক্তব্য, যখনই বিজেপি বলবে সরকার গড়ব, তখনই বুঝবেন আমরা সরকার গড়ে ফেলছি। নরেন্দ্র মোদির পর এবার অমিত শাহ। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফের পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন কম্যান্ড। ২৫-এই বাজিয়ে দিলেন ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা। তাঁকে পাশে পেয়ে উজ্জীবিত শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এর আগে, ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি-অমিত শাহর আবকি বার ২০০ পার, কিংবা ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩০টিতে জেতার ডাক সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে ফের একবার, পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন উস্কে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, '২০১৯-এর লোকসভা ভোটে আমাদের সফলতা এসেছিল। ২১-এর বিধানসভায় ৭৭টি সিট পেয়েছি এবং ২৪-এর লোকসভায় ৯৭ সিটে ভারতীয় জনতা পার্টির লিড রয়েছে। আর ১৪৩টি সিটে ৪০ শতাংশের বেশি, আমার কর্মীদের পরিশ্রমের ফলে ভোট পেয়েছি। একটুখানি ফারাক আছে, আপনারা ৪০ শতাংশ পার করেছেন। আর ৪-৫ শতাংশ বাকি আছে, পরের ভোটে আমাদের সরকার তৈরি হতে যাচ্ছে।'
অমিত শাহ যেদিন নেতাজি ইন্ডোরের বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন থেকে ২০২৬-এর বিধানসভা ভোটের রোডম্যাপ ঠিক করে দিলেন, সেদিনই হুঙ্কার শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামীদিনে ২৬ আসছে, ১ বছরের কম সময় বাকি আছে, সভাপতি হিসেবে আমি আপনাদের বলছি, যদি আপনাদের ওপর কেউ মারতে আসে পাল্টা মারুন। মার খাবেন না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মণ্ডল কার্যকর্তা, তাঁরা আপনার বাংলা অপারেশন করবে। আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দেবে।'
ভোটের এখনও বছর খানেক বাকি, এখন থেকেই ভোট-উত্তাপে ফুটছে বঙ্গ-রাজনীতি।
West Bengal News Live Update: পার্টি অফিসে যাচ্ছেন, হাজিরা দিতে বললেই 'অসুস্থ', কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট ঘিরেও বিতর্ক !
পুলিশি তলব এড়াতে কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট ঘিরেও বিতর্ক । পার্টি অফিসে যাচ্ছেন, হাজিরা দিতে বললেই 'অসুস্থ' কেষ্ট ! কেষ্টকে ৫দিনের বেড রেস্টের পরামর্শ দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট।
কেষ্ট ঘনিষ্ঠ মলয় পিটের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ। কেষ্টর-সার্টিফিকেটে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চিকিৎসকের সই: সূত্র। রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার হিটলার চৌধুরী । শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ভিজিটিং প্রফেসর হিটলার চৌধুরী। কেষ্টকে বেড রেস্টের পরামর্শ দেওয়া সার্টিফিকিটেও হিটলার চৌধুরীর সই: সূত্র। আমি বাইরে আছি, কী হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে: মলয় পিট। তাহলে কি প্রভাব খাটিয়েই কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট? উঠছে প্রশ্ন। কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে প্রতিক্রিয়া মেলেনি চিকিৎসক হিটলার চৌধুরীর।
West Bengal News: বারাসাতে টেট উত্তীর্ণদের মিছিল
বারাসাতে টেট উত্তীর্ণদের মিছিল। ২০২২-এ টেট উত্তীর্ণদের মিছিল। বারাসাত স্টেশন থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস পর্যন্ত মিছিল। প্রায় ৫০ হাজার টেট উত্তীর্ণর চাকরি হয়নি বলে অভিযোগ






















