Kolkata News: বাইপাসে ফের দুর্ঘটনা, চিংড়িঘাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি
Bypass Accident: চিংড়িঘাটা মোড়ের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপর রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বাইপাসে ফের দুর্ঘটনা। রবিবার গভীর রাতে, চিংড়িঘাটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অত্য়ন্ত দ্রুত গতিতে সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল গাড়িটি। চিংড়িঘাটা মোড়ের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপর রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে। গাড়িতে থাকা ৪ যাত্রীই আহত হয়েছেন। চালক মদ্য়প অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর।
অন্যান্য দুর্ঘটনার খবর
এর আগে গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি।ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। যুবক ও তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
কিছুদিন আগে নিউটাউনে মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বাবা, ভাই ও ঠাকুমার। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি কনেযাত্রীদের গাড়ি চালক। গতকাল রাত আড়াইটে নাগাদ লেকটাউন ট্রাফিক গার্ডের সামনে ঘড়ি মোড়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙার দিকে যাওয়ার সময় ৪৪ নম্বর রুটের একটি বাস সিগন্যালে দাঁড়িয়ে থাকা কনেযাত্রীদের গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। মৃত্যু হয় গাড়ির সওয়ারি ৬৫ বছরের ব্যবসায়ী শিবশঙ্কর রাঠি, তাঁর ছেলে ২২ বছরের শ্রীবাস ও ব্যবসায়ীর মা ৭৩ বছরের কমলাদেবী রাঠির। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্ধ ৪৪ নম্বর রুটের বাস। স্থানীয়দের অভিযোগ, সাসপেন্ড থাকায় বাস চুরি করে পালাচ্ছিলেন এক চালক। বেপরোয়া গতিতে চালানোর সময় গাড়িকে ধাক্কা মারেন। বাসের চালককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।
গত মাসেই সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মোটরভ্যান ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে। সেই কারণেই দুর্ঘটনা।