Kolkata Accident: শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্য়ু ২ বাইক আরোহীর
Kolkata: পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর।
কলকাতা: রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা (Road Accident)। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্য়ে। বাড়ি খিদিরপুরে। ২ জনই এ বছর মাধ্য়মিক দিয়েছে। কারও মাথাতেই হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা।
পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। তাদের আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।
কলকাতা থেকে জেলা, পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই সামনে আসছে দুর্ঘটনায় কোনও না কোনও মৃত্য়ুর খবর। আর তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসনের যান-শাসন। গত রবিবার রাতে দমদম পার্কে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের। তারপর এক সপ্তাহও কাটেনি। রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহী কিশোরের। দুজনেই খিদিরপুরের বাসিন্দা। দুজনেই এবছরই মাধ্যমিক দিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরের কারও মাথায় হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা। রাত আড়াইটা নাগাদ, ভবানীপুর ট্রাফিক গার্ডের অফিসের অদূরে, আলিপুরের উত্তীর্ণর কাছে, তাদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হয় বাইক আরোহী দুই স্কুল পড়ুয়ার। ওই দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের প্রাণ গেল দুই স্কুল পড়ুয়ার। শুক্রবার বেলা ১২টা নাগাদ মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় নিউটাউনেও। বিসর্জন ঘাট এলাকায় গলি থেকে স্কুটার নিয়ে বেরোচ্ছিলেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি সজোরে ওই স্কুটারে ধাক্কা মারে। স্কুটার থেকে ছিটকে পড়ে যান মহিলা। টেকনোসিটি থানার পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্কুটারে ধাক্কা মারা গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক।
আরও পড়ুন: South 24 Parganas: গরমে নাজেহাল বণ্য়প্রাণ, রয়্য়াল বেঙ্গলদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ বন দফতরের