Arjun Singh : 'এর থেকে বড় কথা আর কী বলা যেতে পারে?' মুখ্যমন্ত্রীর কোন কথায় আপ্লুত অর্জুন সিংহ?
Arjun Singh On Jute Price Issue : মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যাচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের গলায়!
সমীরণ পাল ও রুমা পাল, ব্যারাকপুর : পাটের দাম (Jutw Price) বৃদ্ধির দাবিতে, ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ না হলে, আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। কেন্দ্রীয় সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন তিনি। বিজেপি সাংসদের ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তা জানতে সবার নজর সোমবারের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।
অর্জুনের ভবিষ্যৎ কোনদিকে
পাটের দাম বৃদ্ধির দাবিতে, যে ভাবে নিজের দলের সরকারের বিরুদ্ধেই সংঘাতে নেমেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ, তাতেই দিনে দিনে এই জল্পনা জোরাল হচ্ছে। মঙ্গলবার, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, 'আগামী দিনে কী হবে, ভবিষ্যতের কথা তো আমি বলতে পারব না, ৯ তারিখ যদি না হয় বা কোনও ফলপ্রসূ ফল না আসে, আমাকে তো আন্দোলনে রুখতে পারবে না কেউ। '
এইসব মন্তব্য থেকেই গুঞ্জন জোরালো হচ্ছে, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের সঙ্গে কি তৃণমূলের নৈকট্য বাড়ছে? সেই সঙ্গে কি বাড়ছে বিজেপির সঙ্গে দূরত্ব?
আরও পড়ুন :
'ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায়' ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, তুলকালাম জগৎবল্লভপুরে
মুখ্যমন্ত্রীর প্রশংসা
বস্ত্রমন্ত্রী ও বস্ত্র সচিবের সঙ্গে বৈঠকের পরও অর্জুন সিংহ সুর নরম করেননি! উল্টে কেন্দ্রীয় সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন! তখন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যাচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের গলায়! তিনি বলেন, ' এই বিষয়টি নিয়ে রাজ্য থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। আমি তা জানার পরে, খুব খুশি হয়েছি । এর থেকে বড় কথা আর কী বলা যেতে পারে? '
অর্জুন সিংহের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই মদন মিত্রের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যবহ। ' অর্জুন দেখতে এখন সুন্দর হচ্ছে, তিনি ধীরে ধীরে সুন্দর বাগানের দিকে এগোচ্ছেন ' !
সোমবার জুট নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।