(Source: ECI/ABP News/ABP Majha)
Central Force in By Election : কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন, বালিগঞ্জ-আসানসোলে মোতায়েন থাকবে কত কোম্পানি ?
Asansol-Ballygunge BY Election : গত বিধানসভায় দেখা গিয়েছিল আসানসোলে ১১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর বালিগঞ্জে মোতায়েন ছিল ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
রুমা পাল, কলকাতা : উপনির্বাচনে (By Election) নিরাপত্তার দায়িত্ব যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) হাতে। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা (Ballygunge Assembly) ও আসানসোল লোকসভায় (Asansol) উপনির্বাচন। এই দুই কেন্দ্রে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আগামীকাল এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফের (BSF) সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) বৈঠক। জানা যাচ্ছে, সেই বৈঠকেই স্থির করা হবে কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বিধানসভায় দেখা গিয়েছিল আসানসোলে ১১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর বালিগঞ্জে মোতায়েন ছিল ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামীকালের বৈঠকের পরই রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। নির্দিষ্ট জায়গা অনুযায়ী তারপর সেখানে পৌঁছে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।
এদিকে, ১২ এপ্রিল উপনির্বাচনের আগে আসানসোলে জোরকদমে প্রচারে তিন প্রার্থী। প্রথমে রোড শো, তারপর কর্মিসভা করলেন তৃণমূল (TMC) প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। পাণ্ডবেশ্বরে হুড খোলা গাড়িতে করে প্রচার সারলেন বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সিপিএম (cpim) প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। আসানসোলে এবার চর্তুমুখী লড়াই। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ১৬ এপ্রিল।
আরও পড়ুন- আসানসোল লোকসভা উপনির্বাচনের আগেই বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৩
এদিকে, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা যাচ্ছে নানা রং। কচিকাঁচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মেতে জনসংযোগ সারছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও শুরু করেছেন জনসংযোগ। বালিগঞ্জের উপনির্বাচন ঘিরে আরও সপ্তমে উঠেছে বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির সংঘাত। বিজেপির হয়ে গাওয়া গান, এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেই প্রচারে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির। যদিও তা গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়েছেন বাবুল।