Partha Chatterjee: এড়িয়ে গেলেন প্রশ্ন, অভিষেক প্রসঙ্গে নীরব পার্থ
Recruitment Scam: অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই পার্থ চট্টোপাধ্যায়। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ, কল্যাণময়, সুবীরেশ-সহ ৫ জনের।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রসঙ্গ উঠলেও এখনও নীরব প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই পার্থ চট্টোপাধ্যায়। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ, কল্যাণময়, সুবীরেশ-সহ ৫ জনের।
নীরব প্রাক্তন শিক্ষামন্ত্রী: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, যে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল তৃণমূল। বুধবার ED-র মুখোমুখি হওয়ার পর, সেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর এক বছরের বেশি জেলজীবনের প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে, শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেওয়ার সময়, তা নিয়ে বারবার প্রশ্ন করা হলেও, একবারের জন্যও মুখ খুললেন না পার্থ চট্টোপাধ্যায়।
২০২২-এর ২৩ জুলাই,নিয়োগ দুর্নীতি মামলায় ED'র হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি নগদ। গ্রেফতারির ৬ দিন পরে, পার্থকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সিদ্ধান্ত মেনে নিলেও, নিজেকে নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এর পাশাপাশি, পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় সম্পর্কে যেমন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে আশা প্রকাশ করতে দেখা গেছে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসাও করতে শোনা গেছে।
তবে ২০ মে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CBI জিজ্ঞাসাবাদ করার পর, কার্যত বিরক্তি ঝড়ে পড়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের চোখেমুখে। তবে এবার যখন পার্থ চট্টোপাধ্যায়ের জেলবন্দি অবস্থা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কার্যত পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশে দাঁড়ালেন অভিষেক? কিন্তু হঠাৎ কেন? এর নেপথ্য়ে কি বিশেষ কোনও কারণ আছে? কিন্তু, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এই প্রথম সরাসরি কার্যত তাঁর পাশে দাঁড়ালেও, এবার মুখে কুলুপ আঁটলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন জামিনের আর্জির শুনানির জন্য বিশেষ দিন ধার্য করার আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। 'পৃথক কোনও দিন নয়, নির্ধারিত তারিখেই হবে শুনানি'। বিশেষ দিনে শুনানির আর্জি খারিজ করে মন্তব্য বিশেষ সিবিআই আদালতের। এরপরই আবেদন প্রত্যাহার করে নেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
আরও পড়ুন: Mamata Banerjee: 'চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানী বাংলার' দাবি মুখ্যমন্ত্রীর