Awas Yojna: আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও, দাবি শ্যামপুরের তৃণমূল বিধায়কের
West Bengal: দলের মধ্যেও যে দুর্নীতি পরায়ণ লোকজন রয়েছে, ঘুরিয়ে তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক।

শ্যামপুর: আবাস যোজনা প্রকল্পে (Awas Yojna) 'দুর্নীতি'। এবার হাওড়ার এক তৃণমূল বিধায়কের নিশানায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার।
আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও, দাবি শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডলের। তিনি বলেছেন, 'তিনতলা বাড়ির মালিককেও ঘর পাইয়ে দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকরা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যই এসব করেছেন। কৈফিয়ত যদি দিতে হয় তাহলে বিডিও দিক। লিস্ট তো বিডিও তৈরি করেছে।' অভিযোগ করেছেন শ্যামপুরের তৃণমূল বিধায়ক।
তবে দলের মধ্যেও যে দুর্নীতি পরায়ণ লোকজন রয়েছে, ঘুরিয়ে তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক। 'আমাদের মধ্যেও সকলে সৎ নয়, কিছু সুযোগসন্ধানী আছে,' মানলেন বিধায়ক কালীপদ মণ্ডল।
বাংলায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল (Central Team)। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, কাজলাগড়, খেজুরির বেগুনাবাড়ি, ঠাকুরনগর-সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের আরও একটি প্রতিনিধি দল রয়েছে মালদায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলছে প্রতিনিধি দল। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল।
মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (PMAY Scam) অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়েন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও! এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। গ্রামবাংলার ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দের!
আরও পড়ুন: মালদায় দুই মহিলাকে ধরে গণধোলাই দেওয়ার অভিযোগ






















