Bankura News: রামের কাট আউটে তৈরি, বিলি আমন্ত্রণপত্র, রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা বাঁকুড়ায়
West Bengal News: রামমন্দির উদ্বোধনের দিন বাঁকুড়া শহর সহ গোটা জেলাকে রামের কাট আউট দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। হাতে আর মাত্র ৪ দিন সময়। এই উদ্বোধনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দেশজুড়ে। রামমন্দিরের এই উদ্বোধনকে ঘিরে সাজছে এরাজ্যেও বাঁকুড়া। রামের শত শত কাট আউট তৈরি হচ্ছে বাঁকুড়ায়। এদিন বাড়ি বাড়ি ঘুরে চাল ও আমন্ত্রণ পত্র বিলি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
সাজ সাজ রব বাঁকুড়ায়: রাম মন্দির উদ্বোধন ঘিরে সারা দেশেই চড়ছে উত্তেজনার পারদ। অযোধ্যা থেকে কয়েক মাইল দূরে বাঁকুড়াতেও উত্তেজনার পারদ চড়ছে। রামমন্দির উদ্বোধনের দিন বাঁকুড়া শহর সহ গোটা জেলাকে রামের কাট আউট দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপির একটি ওয়ার্কশপে তৈরি হচ্ছে ভিনাইলের কাট আউট। বিজেপির তরফে জানানো হয়েছে, জেলার প্রতিটি বুথে মন্দিরে মন্দিরে রামের এই কাট আউট পৌঁছে দেওয়া হবে। উদ্বোধনের দিন থেকে প্রতিটি গ্রামের মন্দিরে রামের কাট আউটগুলিকে সামনে রেখে নাম কীর্তন করা হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। এদিন বাঁকুড়া জেলায় প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। পাশাপাশি তিনি বাঁকুড়া শহরের রামপুর এলাকায় বেশ কিছু বাড়িতে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ও অক্ষত চাল তুলে দেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন রামমন্দিরের এই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সারা জেলা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতিও।
এদিকে বাংলা থেকে অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। বিজেপি সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ি এবং মালদা - এই ৪ জায়গা থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের মতো, আকাশপথেও সরাসরি অযোধ্যা নগরী-তে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অযোধ্যাগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে। বিজেপির নেতা ও কর্মীরাই মূলত অযোধ্যাগামী বিশেষ ট্রেন ও বিমানের পরিষেবা নেবেন। তবে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পরে, সাধারণ মানুষকেও জড়ো করে, অযোধ্যায় রামমন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে ISF, শর্তসাপেক্ষে অনুমতি আদালতের