Baguiati House Collapse: রডের পরিবর্তে কাঠ- বাঁশ দিয়ে ঢালাই, ছাদ ধসে মৃত্যু তরুণের
Kolkata News: তিনতলার ছাদ প্রথম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলার ওপর। সমস্ত কংক্রিটের আবর্জনা সহ এসে পড়ে একতলার অংশে। বিছানায় বসে ছিল কিশোর।
সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, জয়ন্ত পাল, কলকাতা: বাঁশ-কাঠ দিয়ে ছাদ ঢালাই। বর্ষার মরশুমে সেই ছাদ ধসে পড়ে মৃত্যু হল এক তরুণের (Baguiati House Collapse)। মর্মান্তিক দুর্ঘটনা বাগুইআটির অশ্বিনীনগরে। দেওয়াল ও খাট কেটে উদ্ধার অভিযান চালাতে হল দমকলকে। কোন খেয়ালে এমন নির্মাণ, তা নিয়ে বিস্মিত এলাকাবাসী থেকে মৃতের আত্মীয়।
ছাদ ধসে পড়ে মৃত্যু: রডের পরিবর্তে কাঠের পাটাতন আর বাঁশ দিয়ে ছাদ ঢালাই। আর সেই ছাদ ভেঙে পড়ে বাগুইআটির অশ্বিনীনগরে মর্মান্তিক মৃত্যু হল এক তরুণের। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল অশ্বিনীনগরের বাড়িটির বিভিন্ন ফ্লোর। তিনতলার ছাদ প্রথম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলার ওপর। সমস্ত কংক্রিটের আবর্জনা সহ এসে পড়ে একতলার অংশে। বিছানায় বসে ছিল কিশোর। সব সমেত চাপা পড়ে যায়। গৃহকর্তার জেদই কি সন্তানকে ঠেলে দিল অকাল মৃত্য়ুর অন্ধকারে? মৃত তরুণের এক আত্মীয় বলেন, "যখন ওর বাবা বেঁচেছিল, তখনই এটা করেছিলেন। আমরা আত্মীয় হিসেবে অনেক বারণ করেছিলাম। উনি শোনেননি। উনি ওঁর মতো করে করেছিলেন। রড দিয়ে করতে বলা হয়েচিল, যেন কাঠ না দিয়ে না করে। উনি শোনেননি। উনি ওরকমই ছিলেন কিছুটা।''
বাড়ি বা আবাসন তৈরিতে বেনিয়মের অভিযোগ কোনও নতুন ঘটনা নয়। কিন্তু তা বলে বাঁশ-কাঠ দিয়ে ছাদ ঢালাই! পুরনো বাড়ির কাঠামোটাই শুধু দাঁড়িয়ে রয়েছে। ভিতরে মাঝ বরাবর ধসে গিয়েছে পুরোটা। ছাদের ভাঙা অংশে এখন বেরিয়ে কাঠের পাটাতন। কোথাও আবার ঝুলে রয়েছে চেরা বাঁশ। কংক্রিটের চাঁই নিয়ে বিশাল যে অংশ ভেঙে পড়েছে, সেখানেও সর্বত্র ছড়িয়ে কাঠের টুকরো। বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, " একটা বাড়ি যখন তিনতলা বা দোতলা যাই হোক, ঢালাই হয়, তখন লোহা থাকে। এবাড়িতে বাঁশের চাঁচর দিয়ে সিমেন্ট দিয়ে এটাকে তৈরি করা হচ্ছিল। স্বাভাবিক নিয়মে কোন মেথব, কোন থিওরি আমার কাছে জানা নেই।''
বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত সাড়ে ৯টা। একতলার ঘরে বক্স খাটের ওপর বসেছিলেন ১৮ বছরের ধ্রুবজ্যোতি মণ্ডল। আচমকা তাঁর মাথার ওপর হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তরুণ। বাড়ির পিছন দিয়ে দেওয়াল ও খাট কেটে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। দমকল আধিকারিক বলেন, "আমরা অনেকগুলো পকেট সার্চিং করেছি কাটিং করে। ফোর্সড এন্ট্রি করতে হয়েছে। ওপর থেকে রুফ পড়েছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের রুফ পড়েছে ফার্স্ট ফ্লোরে। কোলাপস হয়েছে। মা বেরিয়ে গিয়েছিল।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Train Cancel Update: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর, বন্ধ হচ্ছে না এই পরিষেবা