Ballyganj News: তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে চুরি নগদ টাকা ও প্রচুর গয়না
চুরি হয়েছে নগদ টাকা এবং সোনার অলঙ্কার। বাড়ির একতলায় চুরির আগে সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি। তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। চুরি হয়েছে নগদ টাকা এবং সোনার অলঙ্কার। বাড়ির একতলায় চুরির আগে সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে গেছে গড়িয়াহাট থানার পুলিশ। চুরির ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি। দো তলার বারান্দার জানলার কাচ খুলে ঢোকে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের।
ভাঙা হয়েছে দরজার লক। বিকল করে দেওয়া হয়েছে সিসি ক্য়ামেরা। লন্ডভন্ড বসার ও শোয়ার ঘর। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ প্লেসে খোদ তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতেই চুরি। দোতলার বারান্দার জানলার কাচ খুলে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা।
সোমবার রাতে তিন তলার ঘরে ঘুমোন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। সকালে উঠে তিনি দেখতে পান দো তলার ঘরের কল খোলা। সুদর্শনা মুখোপাধ্যায়ের দাবি, একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা ও সোনার গয়না রেখেছিলেন তিনি। খোয়া গিয়েছে সেই টাকা ও সোনার গয়না।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বলছেন, 'আমি একটা সিটিজেন্স পার্ক তৈরি করেছি। তা নিয়ে প্রোমোটারদের সঙ্গে ঝামেলা চলছে... জমি মাফিয়া... প্রোমোটার চক্র'। খবর পেয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আসে গড়িয়াহাট থানার পুলিশ। এটা কি নিছকই চুরি? নাকি এর নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।





















