North 24 Parganas: রীতিমতো জেলে পোড়ার হুঁশিয়ারি, বিজেপি বিধায়কের নিশানায় তৃণমূল নেত্রী
BJP MLA: রাজনীতিতে ফের কুকথা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে কুরুচিরকর মন্তব্য় করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।
সমীরণ পাল, বনগাঁ: এবার সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রীতিমতো জেলে পোড়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। পাল্টা জবাব ছুড়ে দিয়েছে তৃণমূল (Trinamool)।
তৃণমূল নেত্রীকে আক্রমণ: রাজনীতিতে ফের কুকথা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে কুরুচিরকর মন্তব্য় করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “আগে বলতো, আমি কোমড়ে দড়ি পরাব। এখন দেখি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর হাত ধরছে। ২ দিন পর দেখবেন পা ধরবে। পা ধরেও লাভ নেই।’’
তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এনিয়ে, বুধবার, উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিস অভিযানের ডাক দেয় বিজেপি।সেই কর্মসূচিতেই তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন বিজেপি বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন, “১ সপ্তাহ পর অনুব্রতকে আবার দিল্লি নেবে। আর ভাইপোর মমতার কোমরে যে দড়িটা রেখেছে ওই দড়িটা সিবিআই পরাবে আগামী দিনে।’’
শুধু তৃণমূলনেত্রীই নন, বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের পুলিশ-প্রশাসন। এদিন তিনি বলেন, “চোরকে প্রশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ। বিডিও সাহেবকে আমারা হুঁশিয়ারি দিতে চাইছি, আপনি নিরপেক্ষ কাজ করবেন এখানে। এটা স্বপন মজুমদারের বিধানসভা।’’ সামনেই পঞ্চায়েত ভোট। লড়াইয়ের ময়দানে নেমে পড়ছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। চলছে প্রতিনিয়ত আক্রমণ-পাল্টা আক্রমণ। এবিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “এসব কথা বলে পরিবেশকে নষ্ট করছেন। এর থেকে ওদের মানসিক অবসাদের কথা বোঝা যায়।’’
আরও পড়ুন: North Dinajpur: টিনের ছদ্মবেশে পাকা বাড়ি! আবাসে দুর্নীতির অভিযোগ এবার রায়গঞ্জে