Bangladesh News: বাংলাদেশে অত্যাচারের মুখে মাঝপথেই পড়া বন্ধের সিদ্ধান্ত ডাক্তারি ছাত্রীর ! 'ওদের টার্গেট আমাদের মেয়েরা..'
Hindu Medical Student Suffer On Bangladesh Violence: বাংলাদেশে হিন্দু-নিপীড়নের ভয়াবহ কাহিনি! ভাইয়ের পরিবারের উপর ঘটে চলা ভয়াবহ অত্যাচারের কথা শোনালেন উদয়কুমার ঘোষ
কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ক্রমশই বাড়ছে। ওপারে হিন্দু-নিপীড়নের সেই ভয়াবহ অত্যাচারের কথা শোনালেন উদয়কুমার ঘোষ। মূলত উদয়কুমার ঘোষের পরিবারের অধিকাংশ সদস্য রয়েছেন বাংলাদেশে। তাঁর ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব প্রায় প্রত্যেকেই রয়েছেন ওপার বাংলায়। তাঁর ভাইয়ের মেয়ে ডাক্তারি পড়ছেন। কিন্তু এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে তাঁর ডাক্তারি পড়া বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। এবিপি আনন্দ-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে, সেই ভয়াবহ ঘটনার কথা জানালেন উদয়কুমার ঘোষ।
সাংবাদিক: আমাকে একটু বিস্তারিত বলুন তো, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কী ? আপনার ভাইয়ের মেয়ের ডাক্তারি পড়া বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে আপনি বললেন..
উদয়কুমার ঘোষ: এখন ভীষণ ভীত-সন্ত্রস্ত্র তাঁরা। সেখানকার পরিস্থিতি ভীষণ খারাপ। আমার ভাই (খুড়তুতো ভাই) এই দুই-চার দিন আগে ফোন করেছিল। বলেছিল, ভাই তুই আমার মেয়েটাকে একটু ওখানে (ভারত) রাখ। আমি বললাম, তোর মেয়ে তো ডাক্তারি পড়ছে ! তখন বলছে, আর ১ বছর বাকি আছে। কিন্তু ডাক্তারি আর ও পড়তে পারবে না। ও বারবার বলছে, আমি আর পড়তে চাই না। এখানে আর থাকতে চাই না। তুমি আমাকে কোনও ব্যবস্থা করো। এবং আমাকে বিয়ে দিয়ে দাও।
সাংবাদিক: যে স্কুল কলেজ বাংলাদেশেই পড়েছে, এখন ডাক্তারি পড়তে চাইছে না সে ?!
উদয়কুমার ঘোষ: না। আর চাইছে না। পারছে না সে থাকতে ওখানে।
সাংবাদিক: কেন ওখানে কী হচ্ছে ?
উদয়কুমার ঘোষ: হিন্দু মানেই হচ্ছে.. তাঁদের উপরে প্রচন্ড অত্যাচার। মানে, তাঁরা আর ওখানে টিকতে পারছে না। হোস্টেলগুলিতে থাকতে পারছে না। সবাই বাড়ি চলে এসেছে। এবং বাড়ি আসার পরেও, তাঁদের শান্তি নেই। সেই অবস্থাতাতে ভাই বলল, আমরা ছেলেদের নিয়ে কোনওভাবে লড়াই করে, হয়তো থাকতে পারব। কিন্তু ওদের মেইন টার্গেট আমাদের মেয়েরা। আর আমাদের সম্পত্তি। সুতরাং আমাদের থাকা আর সম্ভব নয়। আমরা কোথায় যাব পালিয়ে ? আমাদের যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের লড়াই করতে হবে। আমরা চাই, মা ও মেয়েকে কোথাও ব্যবস্থা করি, অন্য কোনও জায়গায়। বা বিয়ে দিয়ে দিই। তাহলে যদি আমরা বাঁচতে পারি। তাছাড়া আমাদের কাছে আরও কোনও রাস্তা নেই।
আরও পড়ুন, 'ভয়ে দরজা বন্ধ করে থাকতে হচ্ছে হিন্দুদের..' ! প্রতিক্রিয়া পেট্রাপোল থেকে আসা বাংলাদেশিদের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।