Bangladesh News: বাংলাদেশের অশান্তির আঁচ রূপোলি শস্যে! আমদানি বন্ধে দাম বাড়ছে পদ্মার ইলিশের?
Ilish Price Hike: বর্ষায় পদ্মার ইলিশের দাম গত বছরের থেকেও আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: সংরক্ষণ-বিরোধী আন্দোলনে জ্বলছে ওপার বাংলা। সশস্ত্রবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে প্রত্যেক দিন ঝরছে রক্ত। রক্তক্ষয়ী সংঘর্ষে জারি মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে দুই দেশের ব্যবসা পরিস্থিতিও তথৈবচ। ত্রিপুরার ৬টি বন্দর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার আমদানি রফতানি হত। কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে গত চারদিন ধরে ব্যবসায় ভাটার টান।
সূত্রের খবর, ইলিশ সহ বিভিন্ন মাছ, শুঁটকি মাছ, তুলো, সিমেন্ট আমদানি হয় রাজ্যে। গত কয়েক দিন ধরে তা বন্ধ থাকায় মাছের মূল্য ঊর্ধ্বমুখী। বর্ষায় পদ্মার ইলিশের দাম গত বছরের থেকেও আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মশলা, ধূপকাঠি রফতানিও সমস্যায় পড়েছে।
সেদেশে ইন্টারনেট বন্ধ থাকায় জানতে পারা না বরাত দেওয়া সামগ্রীর অবস্থান, এমনটাও জানান হয়েছে। এর ফলে প্রবল সমস্যায় পড়েছে আগরতলার হোটেল ব্যবসা। হাজার হাজার পর্যটক রাজ্যের পথ ব্যবহার করেই সীমান্ত পেরিয়ে দেশের অন্যান্য জায়গায় যেতেন। যা এখন প্রায় বন্ধ। রবিবার বিকেল ৩ টা পর্যন্ত ৬৬ জন নেপালি পড়ুয়া সহ ৩১৪ জন পড়ুয়া ত্রিপুরার বিভিন্ন ল্যান্ড পোর্ট দিয়ে ভারতে আসেন।
সংরক্ষণ-বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ থেকে দলে দলে দেশে ফিরছেন সে দেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। তাদের সবরকম সাহায্য ও সহযোগিতা করার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী।
বাংলাদেশের কী পরিস্থিতি?
হাইকোর্টের রায় খারিজ করে সরকারি চাকরিতে সংরক্ষণ ব্য়বস্থায় সংস্কারের নির্দেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তিরানব্বই শতাংশ আসনে মেধার ভিত্তিতে নিয়োগ এবং পাঁচ শতাংশ আসন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় সংরক্ষণের নির্দেশ দিল সে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অবশ্য বাংলাদেশে সংঘর্ষ থামেনি।
রবিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ আসনেই মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্য়ে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান এবং নাতি-নাতনির জন্য় সংরক্ষিত থাকবে ৫ শতাংশ আসন। অনগ্রসর শ্রেণি পাচ্ছে এক শতাংশ কোটা। বাকি এক শতাংশ কোটার সুবিধা পাবেন প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকেরা। অর্থাৎ আগের মতো ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে না। ৩০ শতাংশ থেকে কমিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য এখন পাঁচ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে