Chopra News: খোঁজ নেই চোপড়া থেকে ঢাকায় ডাক্তারি করতে যাওয়া সোহেলের, চিন্তায় পরিবার
Chopra Youth News: ঢাকায় ডাক্তারির ইন্টার্নশিপ করতে যাওয়া উত্তর দিনাজপুরের চোপড়ার যুবক সোহেল ইজাজের কোনও খোঁজ পাচ্ছে না তাঁর পরিবার। চিন্তায় চোখের জল ফেলে দিন কাটাচ্ছেন তাঁরা বাবা-মা।
সুদীপ চক্রবর্তী, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ার মাস্টার পাড়ার বাসিন্দা ফৈজুল চোপড়ার মাস্টারপাড়ার বাসিন্দা ফৈজুল রহমানের একমাত্র সন্তান সোহেল ইজাজ। বছর পাঁচেক আগে তিনি ডাক্তারি পড়তে গেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশ থেকে ডাক্তারি পাস করে কিছুদিন আগেই চোপড়ার বাড়িতে ফিরেছিলেন তিনি। বাড়িতে কয়েকদিন ছুটি কাটিয়ে ফের ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন বাংলাদেশে। সেখানে গিয়ে থাকতেন ঢাকার উত্তরায়।
কিন্তু, বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে বর্তমানে সোহেল ইজাজের সঙ্গে আর কোনও যোগাযোগ হচ্ছে না তাঁর মা-বাবার। স্বাভাবিক ভাবেই প্রতিদিন দুশ্চিন্তা বাড়ছে তাঁর পরিবারের সদস্যদের। চোখে জল ও ছেলের ছবি বুকে আঁকড়ে ধরে দিন কাটছে সোহেলের মা-বাবার। তাঁদের আশা ভালোভাবে বাড়ি ফিরে আসুক একমাত্র ছেলে। ছেলের খোঁজ পাওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে তাঁরা যোগাযোগ শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কিছুদিন ধরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য থাকা সংরক্ষণ বা কোটা সিস্টেম বাতিলের দাবিতে প্রবল ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। ঢাকা সহ বিভিন্ন শহরের পরিস্থিতি অগ্নিগর্ভ। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় হওয়া হিংসার ফলে মৃত্যু হয়েছে ১১১ জনের। অবস্থা সামাল দিতে ইতিমধ্যেই দেশজুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনার সরকার। হিংসাত্মক ঘটনা ঠেকাতে ও পরিস্থিতির মোকাবিলা নামানো হয়েছে সেনাকেও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল ও কলেজ। পাশাপাশি সংরক্ষণ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন ছিল তা নিয়ে সদ্যই রায় দিয়েছে আদালত। ঢাকা হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে শেখ হাসিনার সরকারকে সংরক্ষণ আইন সংশোধন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।