Bangladesh News: ইসকনের ভক্ত হওয়ায় হুমকি বাংলাদেশে, অত্যাচারের ভয়ে এপারে পালিয়ে এল এক নাবালিকা !
Bangladeshi Minor Fled In India: বাংলাদেশে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা, বাঁচতে অসুস্থ মা-বাবাকে ফেলেই ভারতে পালিয়ে এল এক নাবালিকা !
কলকাতা: পরিবার ইসকনের ভক্ত (ISKCON), বাংলাদেশে সেটাই অপরাধ। তাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা। বাংলাদেশে অত্যাচারের ভয়ে এপারে পালিয়ে এল এক নাবালিকা (Bangladeshi Minor girl)।
বাংলাদেশের পঞ্চগড় জেলায় বসবাসকারী নাবালিকার পরিবার। কিন্তু ইসকনের ভক্ত হওয়াটাই যেনও বাংলাদেশে অপরাধ!নির্যাতনের হাত থেকে বাঁচতে অসুস্থ মা-বাবাকে ফেলেই ভারতে আশ্রয়ের খোঁজে এসেছিল বছর ১৫-র কিশোরী। উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুর সীমান্তে তাকে আটক করে BSF. নাবালিকার ভারতীয় আত্মীয়কে ডেকে এনে জিজ্ঞাসাবাদ পুলিশের। জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়। আজ নাবালিকাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে।
মা-বাবার একমাত্র মেয়ে বছর ১৫-র কিশোরী। তার অভিযোগ, পরিবার ইসকনের ভক্ত হওয়ায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। প্রাণভয়ে ভারতে চলে আসে নাবালিকা। জলপাইগুড়ির বেলাকোবায় থাকেন ((Jalpaiguri West Bengal ) নাবালিকার আত্মীয়। পুলিশের কাছ থেকে খবর পেয়ে গতকাল তিনি চোপড়া থানায় আসেন। ওই আত্মীয় জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর নিপীড়ন চলছেই। কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুতপদক্ষেপের আর্জি জানিয়েছেন নাবালিকার আত্মীয়।
ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার। 'এই সব ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৮টি মামলা দায়ের হয়েছে',হিন্দু ভয়েস এক্স হ্যান্ডল পোস্টে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের উল্লেখ। যদিও এই সমস্ত হিংসার মামলা গত অক্টোবর পর্যন্ত বলে জানিয়েছেন প্রেস সচিব। নভেম্বর জুড়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের এখনও কোনও হিসাব নেই ইউনূস সরকারের কাছে! অথচ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নতুন নতুন মামলায় জড়াতে অতি তৎপরতা ইউনূস সরকারের।হিংসাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে, আশ্বাস ইউনূস সরকারের প্রেস সচিবের। সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ থানা. নরসিং এলাকায় কিছু হিংসার ঘটনা ঘটেছে বলে জানালেন শফিকুল আলম।
আরও পড়ুন, কেশিয়াড়িতে সিপিএমের মঞ্চ ভাঙচুর, পতাকা পোড়ানোর অভিযোগ ! 'দুটি বুথেই এসেছিল জয়..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।