BJP Leader Arrest: দলেরই নেত্রীকে ধর্ষণের অভিযোগ ! 'আত্মহত্যায় প্ররোচনা', গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Suicide : স্থানীয় মানুষের ধারণা, অবসাদে, অপমানে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোনামুখী পুরসভা এলাকায় শুরু হয়ে যায়
তুহিন অধিকারী , বাঁকুড়া : দলেরই নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এবার বিজেপি নেতা। বাঁকুড়ার সোনামুখীতে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা তরুণ সামন্তকে। কে এই তরুণ ? কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সরগরম হয়েছিল সোনামুখী। ঘটনার পর ফেরার ছিলেন বিষ্ণপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্ত।
গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় দরজা ভেঙে উদ্ধার করা হয় এক বিজেপি নেত্রীর ঝুলন্ত দেহ। অভিযোগ,তাঁকে দিনের পর দিন ধর্ষণ করছিলেন তাঁর দলেরই এক স্থানীয় প্রভাবশালী নেতা। অভিযোগ, একাধিকবার নালিশ জানিয়েও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। এরপরই ওই মহিলার ঘর থেকে ঝুলন্ত দেহ মেলে। স্থানীয় মানুষের ধারণা, অবসাদে, অপমানে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোনামুখী পুরসভা এলাকায় শুরু হয়ে যায় । রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি।
ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছিল ওই মহিলাকে। লোকসভা নির্বাচনের আগে দলের এক স্থানীয় প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায়, নেতৃত্ব অস্বস্তিতে পড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী
মৃতা বিজেপি নেত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে। এক সময় দলের পর্যবেক্ষক ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ সামন্ত। তখনই ওই বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁদের। অভোযোগ, মহিলাকে দলে ভাল জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই নেতা। সেই টোপ দিয়েই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বিজেপি সংক্রান্ত অন্য খবর
মেদিনীপুরে দিলীপ ঘোষের SP অফিস ঘেরাও কর্মসূচির আগের রাতে কেশিয়াড়ি থেকে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার পাঁচ নেতা। ধৃতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার মণ্ডল সভাপতি, মণ্ডল সহ সভাপতি ও মণ্ডল সম্পাদক। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও গ্রেফতারের অভিযোগে আজ সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। অভিযোগ, এই নিয়ে গতকাল কেশিয়াড়িতে মাইকে প্রচারের সময়, যুব মোর্চার পাঁচ নেতাকে গ্রেফতার করে কেশিয়াড়ি থানার পুলিশ। পুলিশের দাবি, মাইকে প্রচারের অনুমতি না থাকায় এই গ্রেফতারি।