Bankura News : জলে ভাসছে শিশুশিক্ষা কেন্দ্র, ইন্দাসে বন্ধ পঠনপাঠন থেকে মিড ডে মিল
Mid Day Meal: পড়াশোনা বন্ধ। বন্ধ দুপুরের খাওয়া। কবে নামবে জল, কবে আবার স্বাভাবিক হবে সব কিছু? অপেক্ষায় পড়ুয়া এবং অভিভাবকরা।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বৃষ্টির জমা জলে ডুবেছে স্কুল, ডুবেছে পানীয় জলের নলকূপ। পড়ুয়ারা আসতে না পারায় বন্ধ স্কুল, বন্ধ মিড ডে মিল।
ক্ষুব্ধ অভিভাবকরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রসাসনের।
জল থইথই স্কুল চত্বর। ডুবে গিয়েছে পানীয় জলের কল। রান্না হবে কোথায়? বন্ধ মিড ডে মিল। বন্ধ পঠনপাঠনও। বাঁকুড়ার ইন্দাসের একটি শিশুশিক্ষা কেন্দ্রের অবস্থা এমনই। আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ায় শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় এই কেন্দ্রটি। কিন্তু গত এক সপ্তাহ ধরে কোনও শিশু স্কুলমুখো হতে পারেনি। কারণ, স্কুল চত্বরে জমে রয়েছে হাঁটু-সমান জল।
স্থানীয়দের দাবি, আগে আশেপাশের নিচু জমি দিয়ে জল বেরিয়ে যেত। সম্প্রতি ওই সব জমি উঁচু করে দেওয়ায় জল নিকাশি পুরোপুরি বন্ধ। সেই কারণেই স্কুল চত্বর জলে টইটুম্বুর। শিশুশিক্ষা কেন্দ্রের কর্মী ও মিড ডে মিলের কর্মীরা কোনও মতে এলেও পড়ুয়ারা আসতে না পারায় সব বন্ধ। অভিভাবকদের দাবি, পরিস্থিতি এমন হতে পারে আশঙ্কা জানানো হয়েছিল। কিন্তু নেওয়া হয়নি সময়মতো ব্যবস্থা। এদিকে, শিশুরা স্কুলে না আসায় সবই বন্ধ বলেই জানাচ্ছেন মিড ডে মিলের কর্মীরা। বিষ্ণুপুরের এসডিও অনুপকুমার দত্ত গোটা পরিস্থিতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
পড়াশোনা বন্ধ। বন্ধ দুপুরের খাওয়া। কবে নামবে জল, কবে আবার স্বাভাবিক হবে সব কিছু? অপেক্ষায় পড়ুয়া এবং অভিভাবকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন