Bankura News: প্রকাশ্য রাস্তায় আইসি-কে বিবস্ত্র করার হুমকি নেতার, 'উনি পদে নেই', সাফাই বিজেপি-র
Bankura News: ছাতনার বাঁকাপাড়ায় সরকারি প্রকল্পে, পুকুর খননে দুর্নীতির অভিযোগে, বৃহস্পতিবার দুবরাজপুর (Dubrajpur News) মোড় অবরোধ করা হয়।
পূর্ণেন্দু সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, বাঁকুড়া: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথ অবরোধ। আর সেখান থেকেই থানার আইসি-কে বিবস্ত্র করার হুমকি। অভিযুক্ত বাঁকুড়ায় (Bankura News) বিজেপি-র (BJP) প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক (IC Threatened by BJP Leader)। রাস্তা অবরোধ করায় গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতা-সহ তিন জনকে। অভিযুক্ত নেতা দলের কোনও পদে নেই বলে সাফাই দিয়েছে বিজেপি। কড়া পদক্ষেপের দাবি তৃণমূলের (TMC)।
পথ অবরোধ চলাকালীন আইসি-কে আক্রমণ
ছাতনার বাঁকাপাড়ায় সরকারি প্রকল্পে, পুকুর খননে দুর্নীতির অভিযোগে, বৃহস্পতিবার দুবরাজপুর (Dubrajpur News) মোড় অবরোধ করা হয়। তার নেতৃত্বে ছিলেন বাঁকুড়া জেলায় বিজেপি-র প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। অবরোধকারীদের অনেকের হাতেই ছিল বিজেপির পতাকা। তাঁদের গলায় ঝুলছিল প্ল্যাকার্ড।
সেই সময় পুলিশ বাহিনী নিয়ে পথ অবরোধ তুলতে যান ছাতনা থানার আইসি আশিস জৈন। সেখানে অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। এর পরই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আইসি-র উর্দি খুলে নেওয়ার হুমকি দেন জীবন। মাইক হাতে আইসি-র উদ্দেশে বলেন, “নগর মোড়ে ৪টের সময় আবার অবরোধ, কালকে বাদ দিয়ে ৫ তারিখে আইন অমান্য। এই আইসি-কে বিবস্ত্র করব, পোশাকটা খুলে।”
আরও পড়ুন: Morning Headlines: ডেডলাইনের ঠিক আগেই সিবিআইয়ের কাছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা ।Bangla News
হাত তুলে নিচ্ছে বিজেপি
অবরোধস্থলের সামনেই দাঁড়িয়েছিলেন আইসি। তাঁর সামনেই এমন মন্তব্য করেন জীবন। শুধু উর্দি খুলে নেওয়ার হুমকিই নয়, আইসি-র পরিবারকেও টেনে আনেন তিনি। বলেন, “আপনাকে এখানেই রাখব। আপনি স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতে পারবেন না। তৃণমূলের নেতাকে নিয়ে দালালি করছেন। আপনি কাজ বন্ধ করতে পারেননি। পোশাকটা খুলে দাঁড়ান।”
এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। প্রশাসনের উচিত কড়া পদক্ষেপ করা। এমন খারাপ ভাষার ব্যবহার নতুন কিছু নয়। ধারাবাহিক ভাবেই এমন সংস্কৃতির প্রচার করেছে বিজেপি। জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখন উস্কানি দেওয়ার চেষ্টা করছে।”
বিজেপি নেতৃত্ব যদিও এই গোটা ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেন। তাদের দাবি, এই ধরমের মন্তব্যকে দল সমর্থন করে না। দলীয় কর্মসূচির আওতায় ওই অবরোধ হয়নি। অভিযুক্ত দলের কোনও পদে নেই। কিন্তু অবরোধকারীদের হাতে যে বিজেপি-র পতাকা দেখা গিয়েছে! গেরুয়া নেতৃত্বের দাবি, বিজেপি-র পতাকা বাজারেও কিনতে পাওয়া যায়। যে কেউ তা কিনতে পারেন।