Bankura News: রেজাল্ট বিভ্রাটের জের, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর
কাউন্সিলের খামখেয়ালিপনায় রেজাল্ট বিভ্রাটের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়ারা। এদিন সকালে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
তুহিন অধিকারী, বাঁকুড়া: রেজাল্ট বিভ্রাটের জের, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের বিক্ষোভ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ২য় ও ৪র্থ সেমিস্টারে রেজাল্ট বিভ্রাটের অভিযোগ তুলে কলেজের সামনে পড়ুয়াদের বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের।
রেজাল্ট বিভ্রাটের জের: কাউন্সিলের খামখেয়ালিপনায় রেজাল্ট বিভ্রাটের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়ারা। এদিন সকালে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। রেজাল্ট বিভ্রাটের কথা কার্যত স্বীকার করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের সরকারি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন কাউন্সিলের অন্তর্গত। কলেজের ২য় ও ৪ র্ সেমিস্টারের পরীক্ষা হয় ২০২২ সালের নভেম্বর মাসে। ১ মার্চ ওই পরীক্ষা দুটির রেজাল্ট প্রকাশিত হয় টেকনিক্যাল এডুকেশন কাউন্সিলের ওয়েবসাইটে। জানা গিয়েছে, ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর দেখা যায় সিংহভাগ ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে ফেল করেছে। এতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।
অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার বিভ্রাট: এবার গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় (Madhyamik 2023) গ্রাফ পেপার বিভ্রাট হয়। কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছয়নি গ্রাফ পেপার। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে, লেখা ছিল প্রশ্নপত্রে। তাও কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার। 'কেন হয়েছে বুঝতে পারছি না, গ্রাফ না আঁকলেও নম্বর।'অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার-বিভ্রাটে আশ্বাস পর্ষদ (West Bengal Board Of Secondary Education) সভাপতির।
৪ নম্বর পূর্ণমানের প্রশ্ন, যেখানে লেখা দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। প্রশ্নেও লেখা গ্রাফ আঁকতে হবে। কিন্তু বাস্তবে দেখা গেল পরীক্ষা শুরু পর কোনও গ্রাফ পেপার পরীক্ষা কেন্দ্রে পৌঁছল না। পর্ষদের তরফে পরীক্ষা শুরু আগে একটা বিবৃতি জারি করা হয় সেটা সাদা খাতাতেই করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়, যদি গ্রাফ পেপার নাই দেওয়া হয়, তাহলে কেন প্রশ্নপত্রে উল্লেখ করা হল। গোটা বিষয়টা নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। যদিও পর্ষদ জানিয়েছে, পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: South Dinajpur: সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ, ১০টি সোনার বিস্কুট উদ্ধার