Bankura News: 'যদি একবার লাঠি ধরতে বলি, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না', BJP বিধায়কের বাড়ির সামনের সভায় হুমকি TMC নেতার
SIR Controversy: টোটোয় চড়ে প্রচারের সময় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

ইন্দাস (বাঁকুড়া) : "যদি একবার লাঠি ধরতে বলি, তোমার গাড়ি আস্ত থাকবে না। তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না।" এসআইআর নিয়ে খোদ বিজেপি বিধায়কের বাড়ির সামনে সভা করে হুমকি দিলেন তৃণমূল নেতা। বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়াকে হুমকি ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদের। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক। ইট মারলে পাটকেল খেতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। SIR আবহে ইন্দাসে শুরু হয়েছে ফর্ম বিলি। পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। টোটোয় চড়ে প্রচারের সময় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। পাল্টা কুশমুড়ি বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল।
শেখ হামিদ বলেন, "আপনাকে আজ সোজা বাংলা ভাষায় বলে দিলাম, চমকাবেন না-ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা, তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মীরা...যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি। লাঠিধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি। লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলি, তোমার গাড়ি আস্ত থাকবে না। তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না। তুমি এখানে থাকবে না। তোমার চামচেদের খবর নেওয়ার কেউ থাকবে না।"
পাল্টা বিজেপি বিধায়ক বলেন, "তৃণমূলের নোংরা কালচার। এরা মিথ্যা ছাড়া সত্যি বলে না। তারা এসেছিল। আমি তাদের বললাম, ঠিক আছে চা খাও, মুড়ি খাও। মিথ্যা প্রচার করো না। যেটা সত্যি সেটা বলো। তোমরা নির্বাচন কমিশনের নামে যা খুশি বলতে পারো। কেন বিজেপির নামে মিথ্যা কথা বলছ ? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে, আজ আমি কলকাতা থেকে এসে শুনলাম, বিভিন্ন রকম অকথ্যা ভাষায় নাকি গালিগালাজ করেছে। এরা জানে না যে, নির্বাচন কমিশনার আমি যতটুকু শুনেছি, নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। দু'-একটা মেটুলি বেরিয়ে আসবে। হয়ত কামড়াতে যাবে। ছোবল মারবে। বিষ দাঁত কীভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ, এদের ধাপ্পাবাজি-চিটিংবাজি জেনে গেছে।"
SIR-কে কেন্দ্র রাজ্যে দিন দিন চড়ছে রাজনৈতিক পারদ। শাসক ও বিরোধী উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে সমানে নিশানা শানাচ্ছে। হুমকি-পাল্টা হুমকি লেগেই রয়েছে। Bankura News





















