Susunia Hill: শুশুনিয়া পাহাড়ে আগুন, দাউদাউ করে জ্বলছে পাহাড়ের একাংশ
Susunia Hill Fire: ২০২৪ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল। সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ে ভয়ঙ্কর আগুন। দাউদাউ করে জ্বলছে পাহাড়ের একাংশ। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বহু প্রাণীর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৪ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল। সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ৩-৪ দিন সময় লেগেছিল।
স্থানীয়রাই প্রথম আগুন দেখতে পেয়ে বন দফতরকে খবর দেয়। তাঁদের মনে ২০২২ এর পুরনো স্মৃতিই ফিরে আসে। সেই সময় ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। এদিন সকাল থেকেই ভয়াবহ আগুন লাগে। এরপর ৩০ জনের একটি দল আসে এই বিপর্যয় মোকাবিলা করতে।
ইতিমধ্যেই আগুনে ছারখার হয়ে গিয়েছে গাছপালা। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আরও ২০ জনের একটি দল পাঠানো হচ্ছে বলে বনদফতর সূত্রে খবর। হাওয়া মেশিনের পাশাপাশি দমকলও কাজ করবে এই আগুন নেভানোর জন্য।
আরও পড়ুন, চলন্ত টোটোকে সজোরে ধাক্কা লরির, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
বন দফতরের তরফে জানান হয়েছে, শুশুনিয়া পাহাড়ের এই জঙ্গলে এর আগে চোরাশিকারি বা দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। আশেপাশে গ্রামেও আতঙ্ক দেখা দিয়েছে। কারণ আগুন লাগায় ভিটেছাড়া হতে হচ্ছে জঙ্গলে অবস্থিত প্রাণীদের। এই সময়ে তারা জঙ্গল লাগোয়া গ্রাম- লোকালয়েই চলে আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















