Bardhaman News: বিদ্যুতের বিল ৬২ হাজার টাকা ! গরমে অ্যাসবেসটসের ঘরে ৬ মাসের বাচ্চা থাকবে কী করে ? হাইকোর্টের দুয়ারে ঠাকুরমা
Bardhaman Abnormal E Bill HC Case: মিটারে গন্ডোগোল, মিটার বদলে বিল এল ৬২ হাজার টাকা ! বিল না মেটালে কেটে দেওয়া হবে লাইন, ঘরে দুধের শিশু, শেষমেশ হাইকোর্টে গেলেন ঠাকুরমা, ব্যতিক্রমী ঘটনা বর্ধমানে...

সৌভিক মজুমদার, কলকাতা: বসত বাড়ির মিটারে গোলযোগ। বিষয়টা কয়েক বছর আগে জানতে পারেন বর্ধমানের বাসিন্দা গীতা আদকের পরিবার। এদিকে বারংবার ইস্যুটি জানানো হলেও, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ বলে অভিযোগ। তারপর শেষমেশ মিটার বদল হলেও মেলেনি স্বস্তি। উল্টে আসে বিশাল অঙ্কের বিল। ৬২ হাজার টাকা !এবং তা অনাদায়ে কাটা হবে বিদ্যুৎ সংযোগ, নির্দেশ কর্তৃপক্ষের। কারেন্টের তার কেটে দিলে, অ্যাসবেসটসের ঘরে ৬ মাসের বাচ্চা থাকবে কী করে? অথৈই জলে গোটা পরিবার। অবশেষে ৬২ হাজার টাকার বিদ্যুৎ এর বিল নিয়ে কলকাতা হাইোকর্টের দ্বারস্থ হয়েছেন ঠাকুরমা।
জানা গিয়েছে, ২০২২ সাল থেকে বিদ্যুৎ এর মিটারে ত্রুটি খুঁজে পায় বর্ধমানের এই আদকের পরিবার। মূলত তাঁরা WBSEDCL এর গ্রাহক (West Bengal State Electricity Distribution Company Limited). এদিকে ত্রুটিপূর্ণ মিটারের অভিযোগ তাঁদের দীর্ঘদিনের। সম্প্রতি চলতি বছরের শুরুতেই মিটার বদল করে দিয়ে যায় কর্তৃপক্ষ। আর তারপরেই দিশেহারা আদক পরিবার। কারণ বাড়ির বিদ্যুৎ এর মিটারের বিল এসেছে ৬২ হাজার টাকা ! যা কিনা তাঁদের ভাবনার অতীত বলে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এদিকে যতই বিশাল অঙ্কের বিল হোক না কেন, তা ন মেটালে বিদ্য়ুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হবে, বলে জানিয়েছে ইলেকট্রিক অফিস। প্রথম কথা, পরিবারের প্রশ্ন, এত টাকা বিদ্যুৎ বিল কী করে এল ? কীভাবেই বা এটা তাঁরা মেটাবেন ? আর কেনই বা মেটাবেন ? এদিকে বিদ্যুৎ বিল জমা না দিলে লাইন কেটে দেওয়া হবে।
রাজ্যে গত দুই একদিন বৃষ্টি হলেও, নিম্নচাপের আগে তাপপ্রবাহের কথা কেউ ভুলে যায়নি। এদিকে গীতা আদকের বাড়িতে অ্যাসবেসটসের ছাদ। তীব্র গরমের মাঝে, বলার অপেক্ষা রাখে না, ঠিক কতটা পরিমাণে গরম হতে পারে, এই অ্যাজবেসটস। তার উপর আদক পরিবারে রয়েছে দুধের শিশু। যার বয়স মাত্র ৬ মাস। এই অবস্থায় যদি বিদ্যুৎ এর লাইন কেটে দেওয়া হয়, তাহলে কী করবে বাঁচবে ওই ক্ষুদে ? প্রশ্ন তুলেছে ওই পরিবার। শেষমেষ কোনও উপায়ন্তর না পেয়ে, সমাধান খুঁজতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঠাকুরমা। বিচারপতি কৌশিক চন্দের এজেলাসে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে।






















