SSC Scam: আগামীকাল 'অর্ধনগ্ন' মিছিলের ডাক চাকরিহারাদের ! 'শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন..'
Job Losers Protesters Calls Half Naked Rally : আগামীকাল 'অর্ধনগ্ন' মিছিলের ডাক চাকরিহারাদের ! কী কী দাবি ?

কলকাতা: নতুন করে পরীক্ষায় বসতেই হবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। উল্টে তাঁদের একাংশের প্রশ্ন, এই পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না, তার নিশ্চয়তা কোথায়? অন্যদিকে, বিকাশ ভবনের সামনে অশান্তির ঘটনায় বিধাননগর উত্তর থানায় হাজির হয়েছিলেন চাকরিহারা আরও এক শিক্ষক ও ২ শিক্ষাকর্মী। এহেন পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষক প্রবীণ কর্মকারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এরপরেই ফের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিন সাংবাদিক সম্মেলন করে অর্ধনগ্ন মিছিলের ডাক দিলেন চাকরিহারা আন্দোলনকারীদের দল।
আরও পড়ুন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের ! প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের
এদিন চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেছেন, 'আমরা এর বিরুদ্ধে আগামীকাল, ৩০ মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহামিছিল করব।আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া, কীভাবে যোগ্য যারা, দুর্নীতির সঙ্গে যারা আপোস করেনি, তাঁদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কী কী পদক্ষেপ মাননীয়া মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে, বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব, সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন।'
চিন্ময় মণ্ডল আরও বলেন, 'আমরা এটুকু জানাই, মুখ্যমন্ত্রী দুই-তিনদিন আগে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন, যে নতুন পরীক্ষা হবে। উনি দুটো পদ্ধতির কথা বলেছেন। প্রথমেই বলেছেন পরীক্ষা। দ্বিতীয়ত বলেছেন, রিভিউ। আমরা তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, জানেন যে কতবড় একটা দুর্নীতি হয়েছে। যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। ঘুমোতে হচ্ছে। শুধুমাত্র দুর্নীতির কারণে। কিন্তু আজকে তিনি বলছেন, রিভিউটা দুই নাম্বারে , এক নম্বরে পরীক্ষা। এক নম্বরে রিভিউ হওয়া উচিত।.. আবার পরীক্ষা না দিয়ে, যোগ্য যারা তাঁদেরকে পুনর্বহাল করা যায়, সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে। কোনওভাবেই ১০ বছর পরে এসে, সেই মেন্টালিটি থাকে না।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















