Belgharia Arrest: বেলঘরিয়ায় আক্রান্ত প্রতিবাদী, গ্রেফতার মূল অভিযুক্ত সহ তিন
Belgharia News: পাড়ায় অসামাজিক কাজ, চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় যুবককে মারধরের অভিযোগে টাকির গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং-সহ ৩ জন।

কলকাতা: বেলঘরিয়ায় আক্রান্ত প্রতিবাদী আদিত্য মোহান্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR দায়ের করা হয়। ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিংহ সহ ৩ জন। ধৃতদের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ ও চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এলাকারই এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। পাড়ায় অসামাজিক কাজ, চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় যুবককে মারধরের অভিযোগে টাকির গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রোহিত সিং-সহ ৩ জন। অন্যদিকে, মাথা ও চোখের নীচে গুরুতর চোট পেয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবক আদিত্য মহান্তি। তাঁর পরিবারের অভিযোগ, এলাকায় মদের ঠেক নিয়ে প্রতিবাদ করেন আদিত্য। সেই আক্রোশে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে গণেশ পুজোর চাঁদা চায় কয়েকজন। চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় ওই যুবককে। রোহিত সিং-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR দায়ের হয়। আক্রান্ত যুবকের বাবা অশোক মোহান্তি বলেন, "একটা ৫০ হাজার টাকা গণেশ পুজোর চাঁদা চাওয়ার জন্য। পায়ের উপরে বাইকটা ফেলে দিয়ে, বুকের উপরে চড়ে গিয়ে, পুরো বন্দুক ছিল, বন্দুকের বাম দিকের চোখটাকে পুরো ভাল করে মেরেছে। ইটের মধ্যে মেরেছে, রক্ত সব বেরিয়ে যাচ্ছে।''
পুলিশ সূত্রে খবর, ২৫ নম্বর ওয়ার্ডে একটি কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। শুক্রবারও এই নিয়ে বচসা হয় দু'পক্ষের। আক্রান্ত যুবকের দাবি, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। গণেশ পুজোর জন্য প্রায় ৫০ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। দিতে অস্বীকার করায়, রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা ও চোখের নীচের অংশে গুরুতর চোট পেয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি যুবক। শনিবার রাতেই বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রোহিত সিংহকে এবং টাকির গেস্ট হাউস থেকে ধরা পড়ে তার দুই সহযোগী সায়ন দাস ও সৌরভ দাস। আক্রান্ত যুবকের অভিযোগ, "পাবলিকের রাস্তায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। এইটুকু বলেছি ব্যাস। আমাকে মারধর শুরু করে দিল এবং মুখ ফাটিয়ে দিল। কোনও কারণ ছাড়া। রোহিত পরে এসেছে। পরে এসে ও মারল।''






















