Bengal Safari: স্নানের জলে বরফ, খাঁচায় এয়ারকুলার, তীব্র গরমে ORS খাচ্ছে বাঘেরা
Bengal Safari Health Care: অতি গরমে বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে বরফের টুকরো, ওআরএস এবং এয়ার কুলার।
![Bengal Safari: স্নানের জলে বরফ, খাঁচায় এয়ারকুলার, তীব্র গরমে ORS খাচ্ছে বাঘেরা Bengal Safari : Ice cube ORS Air coolers are provided to keep the wildlife Healthy during Summer Hit wave Bengal Safari: স্নানের জলে বরফ, খাঁচায় এয়ারকুলার, তীব্র গরমে ORS খাচ্ছে বাঘেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/2e3d72ef8913c2935bd20c79949d81df1681742857438484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাচ্চু দাস, দার্জিলিং: অতিগরমে বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে বরফের টুকরো, ওআরএস (ORS) এবং এয়ার কুলার। স্নান জলে বরফের টুকরো পেয়ে খেলায় মেতেছে বাঘ ও ভাল্লুক (Tiger and Bear)। এই গরমে কোনওভাবেই যাতে বন্যপ্রাণীরা অসুস্থ হয়ে না পড়ে, তাই নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
২৪ ঘন্টা ডিউটিতে রয়েছে চিকিৎসক। বন্যপ্রাণীদের খাদ্য তালিকায় পরিবর্তন করা হয়েছে। বিকেল পাঁচটার জায়গায় দেওয়া হচ্ছে, সন্ধ্যা ছটার খাবার। জল বেশি করে দেওয়া হচ্ছে। জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস। স্নানের জল ঠান্ডা রাখতে বরফের টুকরো। নতুন করে দশটি এয়ার কুলার রাখা হয়েছে বাঘের খাঁচার সামনে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আবার শুকনো গরমের দাপট বাড়বে। আগের মতোই দেখা যাবে রোদের তেজ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। প্রবল গরমে কার্যত পুড়ছে বাংলা। ক্রমশ ঊর্ধ্বগামী পারদ। রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। মালদা, ২ দিনাজপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা।
পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে বেড়েছে গরম। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের।
আরও পড়ুন, 'সিগারেটের আগুনে' পুড়ে ছাই দোকানঘর ও বসতবাড়ি, দগ্ধ গবাদি পশুও
প্রসঙ্গত, রাজ্যে ক্রমশ গরম বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রত্যেক অভয়ারণ্যগুলিতেই জল সরবারহ করা হচ্ছে। কারণ এই মুহূর্তে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয়। এবং এর জেরে নানা সমস্যা তৈরি হতে পারে। এটা যেমন সাধারণ মানুষের জন্য সত্য, ততটাই প্রকৃতির এই রূপ প্রভাব ফেলে বন্যপ্রাণীদের উপরেও। তবে এখানে একটা ইস্যু হল, সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে। তাই এখানে অবলা এই প্রাণীদের জন্য, আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে। তাই বন্য প্রাণীদের নিয়ে আগের থেকে আরও সতর্ক প্রশাসন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)