Bengal SIR Row : ধৃত ১৬ বাংলাদেশির নাম বাতিলের নির্দেশ FPRO-র, খতিয়ে দেখেও 'এঁদের নাম' ভোটার তালিকায় উঠলে কাদের বিরুদ্ধে 'কড়া পদক্ষেপ' ?
Bengal SIR Draft Update EC On Bangladeshi: খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ FPRO-র।

কলকাতা: খসড়া তালিকা প্রকাশের দিনই ধৃত ১৬ জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাতিলের নির্দেশ FPRO-র। জাল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। খতিয়ে দেখার পরও এঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে দেখা গেলে শোকজ। বিএলও, ইআরও, এইআরওকে শোকজ করা হতে পারে, কমিশন সূত্রে খবর। নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ, কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন, শ্যামপুকুর ও অশোকনগর, ২ জায়গায় নাম থাকার অভিযোগ, এবার ১ জন ভোটারকে শোকজ কমিশনের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















