Bengal SIR Row: 'বীরভূমে SIR-এর কাজে নিযুক্ত ১৬২ জন BLO তৃণমূল-ঘনিষ্ঠ..' ! অভিযোগ তুলে নির্বাচন কমিশনে BJP
BJP On Birbhum BLO: রাজ্য়ে SIR নিয়ে তোড়জোড়ের মধ্য়েই বীরভূমের ১৬২ জন BLO তৃণমূল-ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলল বিজেপি।

ভাস্কর মুখোপাধ্যায়, কমলকৃষ্ণ দে, রানা দাস, কলকাতা: রাজ্য়ে SIR নিয়ে তোড়জোড়ের মধ্য়েই বীরভূমের ১৬২ জন BLO তৃণমূল-ঘনিষ্ঠ বলে অভিযোগ তুলল বিজেপি। অন্য়দিকে, বর্ধমানে তৃণমূলের মিটিং-মিছিলে হাজির থাকা দলের কর্মীকেই BLO-র দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগে তুলেছে গেরুয়া শিবির। এছা়ড়াও BLO-দের প্রশিক্ষণে তৃণমূলের জনপ্রতিনিধির অংশগ্রহণ নিয়ে বিতর্ক বেঁধেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১ মাসের এনুমারেশন পর্ব। বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তার আগে BLO-দের রাজনৈতিক যোগ নিয়ে বিতর্ক যেন থামছেই না! বীরভূমে SIR-এর কাজে নিযুক্ত ১৬২ জন BLO তৃণমূল-ঘনিষ্ঠ! এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। সেই তালিকায় রয়েছেন, প্রাথমিক শিক্ষক অনিমেষ মণ্ডল। যিনি সাঁইথিয়া শহরে তৃণমূলের ওয়ার্ড সভাপতি, একই সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডে BLO-র দায়িত্বে রয়েছেন।
বিজেপির দাবি, সাঁইথিয়া পুরসভার কর্মী, ৬ নম্বর ওয়ার্ডের BLO সুখেনদু খাঁও আদতে তৃণমূল কর্মী। সাঁইথিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের BLO, প্রাথমিক শিক্ষক অনিন্দ্য মিস্ত্রিও আদতে তৃণমূল কর্মী। সাঁইথিয়া পুরসভা ২ নম্বর ওয়ার্ড BLO অনিন্দ্য মিস্ত্রি বলেন,আমি সেরকমভাবে কোনও পার্টি করি না। তৃণমূল কংগ্রেস BLO ও ওয়ার্ড সভাপতি অনিমেষ মণ্ডল,আমি ২০০২ সাল থেকেই BLO আছি। BLO-র কাজের ক্ষেত্রে আমি কিনতু কোনও পার্টি দেখি না।
কেউ আবার বলছেন কোনও দলের প্রতি মানুষের সমর্থন থাকতেই পারে!সাঁইথিয়া পুরসভা ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কর্মী ও BLO সুখেন্দু খাঁ বলেন, মানুষের সমর্থন থাকতেই পারে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে, তা স্বতঃস্ফূর্তভাবেই পালন করা হবে। আমি সরকারি কর্মচারী এবং স্থায়ী কর্মী। তাতে কোনও অসুবিধা নেই। তৃণমূলের মিটিং-মিছিলে হাজির থাকা দলের কর্মীকেই BLO-র দায়িত্ব দেওয়া হয়েছে। খোদ বর্ধমান শহরে এই অভিযোগে তুলেছে বিজেপি।
বর্ধমান পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকার ১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়া। সোশাল মিডিয়ার এই ভিডিও সামনে এনে বিজেপির অভিযোগ, ষষ্ঠী কোড়া সক্রিয় তৃণমূল কর্মী। শাসকদলের বুথ এজেন্ট। ষষ্ঠী কোরাকে BLO পদ থেকে অপসারণের দাবি জানিয়ে, প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছে বিজেপি। বর্ধমান ১৬৬ নম্বর বুথ BLO ষষ্ঠী কোরা বলেন, আমি প্রথমেই বলেছিলাম, তৃণমূলের সমর্থক। এখানে BLO-র নাম ঢোকানোর সঙ্গে এমএলএবাবু যুক্ত, আমি তো কোনওরকমভাবে খুঁজে পাইনি। এখন আমাকে ডিউটিতে রাখবে কি রাখবে না, সবটা নির্বাচন কমিশনের ওপরে।
BLO-দের প্রশিক্ষণে তৃণমূলের জনপ্রতিনিধির অংশগ্রহণ নিয়ে বিতর্ক বেঁধেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও। শনিবার বারুইপুর রবীন্দ্র ভবনে ৪৫৫ জন বিএলও-কে নিয়ে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভার উত্তর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্রাবণী মণ্ডল এবং বারুইপুর পূর্ব বিধানসভার বারুইপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ভারতী মাইতি ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। শ্রাবণী মণ্ডল ধোপাগাছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা।আর ভারতী মাইতি পারুলদহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা।
BLO ও পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য ভারতী মাইতি বলেন,আমি অনেকদিন থেকে BLO-র কাজ করছি। পঞ্চায়েত সমিতির মেম্বার আমি। বারুইপুর পঞ্চায়েত সমিতি। তৃণমূল দল থেকে আমি..। BLO ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রাবণী মণ্ডল বলেন, আমি না করার জন্য SDO সাহেব কে আবেদন করেছিলাম। কিন্তু এখনও সে অর্ডার কিছু আসেনি। আমার এখনও BLO লিস্টে নাম আছে।
SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন।কাটোয়ার কুয়ার গ্রামের ২৫৮ নম্বর বুথের BLO পুরাণচন্দ্র ঘোষ।পেশায় কুয়ারডাঙ্গা প্রাথমিক সকুলের প্রধানশিক্ষক। বিজেপির অভিযোগ ছিল, তিনি ওই বুথেরই তৃণমূলের সভাপতি।শেষ পর্যন্ত তাঁকে BLO পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে BLO-দের নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক!























